শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিন্ন দাবিতে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বিরোধী ‘প্ল্যাটফর্ম’

শিমুল মাহমুদ: [২] করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই কর্মসূচি ঘোষণা করা হতে পারে [৩] আন্দোলনের প্রস্তুতি হিসেবে প্রতিদিনই চলছে বাম-ডানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভার্চুয়াল আলোচনা। নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনকে কেন্দ্র করেই রাজপথে নামার লক্ষ্য তাদের।

[৪] জাতীয় ঐক্যের প্রয়োজনে আগামী নির্বাচন সামনে রেখে আবারও নতুন কোনো রাজনৈতিক মোর্চা বা প্ল্যাটফর্ম হতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, 'আমার দল (গণফোরাম) যাতে রাজনীতিতে কার্যকরভাবে কিছু করতে পারে, সে চেষ্টা তো আছেই। আর জাতীয় ঐক্যফ্রন্ট যেটা আছে, সেটাও বিবেচনা করতে হবে। এর চেয়ে বেটার (রাজনৈতিক মোর্চা বা প্ল্যাটফর্ম) কিছু যদি করা যায়, সেটাও বিবেচনা করতে হবে। তবে ঐক্যফ্রন্টকে নিয়ে আমরা আগে কাজ করেছি, এখন মাঠে সেভাবে কিছু হচ্ছে না বলে সেটাকে আবারও জোরদার করার উদ্যোগ নেওয়া যেতে পারে। সমকাল

[৪] গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট কার্যকর করার ক্ষেত্রে বিএনপি উৎসাহ দেখাচ্ছে না। তারা একলা চলার পথ বেছে নিয়েছে। সেক্ষেত্রে নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতির জোনায়েদ সাকি, বাম ধারার কয়েকটি রাজনৈতিক দল এবং কৃষক শ্রমিক জনতা লীগ, ন্যাপ, জাসদ আব্দুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণফোরামসহ অন্যান্য কয়েকটি দল নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠন হতে পারে। এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগের বাইরে যাবে না। অন্যান্য বামদলগুলো ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে পারে।’

[৬] সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বে সংকট রয়েছে। আর বিরোধী দল ছাড়া গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় না। আশা করি, এ সংকটের উত্তরণ ঘটিয়ে গণতান্ত্রিক ও দায়বদ্ধ দলে পরিণত হবে।

[৬] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্দলীয় সরকারের দাবি আদায় করে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করতে সব দল ও মতকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এরই মধ্যে আমরা বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করছি। আন্দোলন-সংগ্রামের জন্য বিএনপিকে পুনর্গঠন করে শক্তিশালী করা হচ্ছে।

[৭] নাগরিক ঐক্যের আহ্বান য়ক মাহামুদুর রহমান মান্নার বলেন, আন্দোলনের দানা বাঁধলে তখন বিএনপিসহ অন্যান্য যেসব দল চুপ করে আছে তারাও মাঠে নামবে। তবে এই মুহূর্তে আলাদা কোনো মোর্চা গঠন কিংবা প্ল্যাটফর্মের চিন্তা-ভাবনা করছি না। সময় বলে দেবে মোর্চা গঠন, নাকি আলাদা প্ল্যাটফর্ম।’

[৮] গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা করতে চাচ্ছি। সেই ঐক্যবদ্ধ আন্দোলনের প্রক্রিয়া হিসেবে কাজ করছি। আমরা মানুষের ভোটাধিকার চাই এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তরবর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়