শিরোনাম
◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও)

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ১২:৪৮ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ১২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উয়েফার বর্ষসেরা ফুটবলার জর্জিনিও

স্পোর্টস ডেস্ক: সেরার লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায় থাকা তিনজনই খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। কেভিন ডি ব্রুইনা, এনগেলো কন্তে ও জর্জিনিওর মধ্যে লড়াইটা হয়েছে তাই বেশ। তবে শেষ অবধি উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটা উঠেছে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ইতালির হয়ে ইউরো জেতা জর্জিনিওর হাতে।

বৃহস্পতিবার ইস্তাম্বুলে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র ও অ্যাওয়ার্ড নাইট। সেখানেই উয়েফার বর্ষসেরা ফুটবলার হিসেবে ঘোষণা করা হয়েছে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত জর্জিনিওর নাম। প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকায় সুযোগ পেয়েই বাজিমাত করেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

এদিন ঘোষণা করা হয়েছে উয়েফা বর্ষসেরা কোচের নামও। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো থমাস টুখেল পেয়েছেন এই পুরস্কার। তিনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটিকে ফাইনালে তোলা পেপ গার্দিওলা ও ইতালিকে ইউরো জেতানো কোচ রবার্তো মানচিনিকে।

এছাড়া অ্যাওয়ার্ড নাইটের বেশির ভাগ পুরস্কারই ঘরে তুলেছে চেলসি। দলটির গোলরক্ষক এডওয়ার্ডো মেন্ডি জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জেতার আরেক কারিগর এনগোলো কন্তে জিতেছেন সেরা মিডফিল্ডারের পুরস্কার। সেরা ডিফেন্ডার হয়েছেন সিটির দিয়াস আর সেরা ফরোয়ার্ড বরুশিয়া ডর্টমুন্ডের হল্যান্ড।

চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা (পুরুষ)

ফুটবলার : জর্জিনিও (চেলসি)

গোলরক্ষক : এডওয়ার্ডো মেন্ডি (চেলসি)

ডিফেন্ডার : রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি)

মিডফিল্ডার : এনগোলো কন্তে (চেলসি)

ফরোয়ার্ড : আর্লিং হল্যান্ড (বরুশিয়া ডর্টমুন্ড)

চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা (নারী)

ফুটবলার : আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা)

গোলরক্ষক : সান্দ্রা পানোস (বার্সেলোনা)

ডিফেন্ডার : ইরেনে পারেদেস (পিএসজি)

মিডফিল্ডার : আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা)

ফরোয়ার্ড : জেনি এরমোসো

বর্ষসেরা কোচ (পুরুষ) : থমাস টুখেল (চেলসি)

বর্ষসেরা কোচ (নারী) : লুইস কর্তেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়