শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ১২:৪৮ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ১২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উয়েফার বর্ষসেরা ফুটবলার জর্জিনিও

স্পোর্টস ডেস্ক: সেরার লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায় থাকা তিনজনই খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। কেভিন ডি ব্রুইনা, এনগেলো কন্তে ও জর্জিনিওর মধ্যে লড়াইটা হয়েছে তাই বেশ। তবে শেষ অবধি উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটা উঠেছে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ইতালির হয়ে ইউরো জেতা জর্জিনিওর হাতে।

বৃহস্পতিবার ইস্তাম্বুলে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র ও অ্যাওয়ার্ড নাইট। সেখানেই উয়েফার বর্ষসেরা ফুটবলার হিসেবে ঘোষণা করা হয়েছে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত জর্জিনিওর নাম। প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকায় সুযোগ পেয়েই বাজিমাত করেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

এদিন ঘোষণা করা হয়েছে উয়েফা বর্ষসেরা কোচের নামও। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো থমাস টুখেল পেয়েছেন এই পুরস্কার। তিনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটিকে ফাইনালে তোলা পেপ গার্দিওলা ও ইতালিকে ইউরো জেতানো কোচ রবার্তো মানচিনিকে।

এছাড়া অ্যাওয়ার্ড নাইটের বেশির ভাগ পুরস্কারই ঘরে তুলেছে চেলসি। দলটির গোলরক্ষক এডওয়ার্ডো মেন্ডি জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জেতার আরেক কারিগর এনগোলো কন্তে জিতেছেন সেরা মিডফিল্ডারের পুরস্কার। সেরা ডিফেন্ডার হয়েছেন সিটির দিয়াস আর সেরা ফরোয়ার্ড বরুশিয়া ডর্টমুন্ডের হল্যান্ড।

চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা (পুরুষ)

ফুটবলার : জর্জিনিও (চেলসি)

গোলরক্ষক : এডওয়ার্ডো মেন্ডি (চেলসি)

ডিফেন্ডার : রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি)

মিডফিল্ডার : এনগোলো কন্তে (চেলসি)

ফরোয়ার্ড : আর্লিং হল্যান্ড (বরুশিয়া ডর্টমুন্ড)

চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা (নারী)

ফুটবলার : আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা)

গোলরক্ষক : সান্দ্রা পানোস (বার্সেলোনা)

ডিফেন্ডার : ইরেনে পারেদেস (পিএসজি)

মিডফিল্ডার : আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা)

ফরোয়ার্ড : জেনি এরমোসো

বর্ষসেরা কোচ (পুরুষ) : থমাস টুখেল (চেলসি)

বর্ষসেরা কোচ (নারী) : লুইস কর্তেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়