শিমুল মাহমুদ ও খালিদ আহমেদ: [২] আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু প্রকৃত পক্ষে তারা কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনি। এই দলটি যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বলে মনে করে, যারা সারাক্ষণ মুক্তিযুদ্ধের কথা বলে তারাই আজকে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে।
[৩] জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৫ আগস্ট) দুপুরে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।
[৪] মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের হাতে অসংখ্য মুক্তিযোদ্ধার প্রাণ গেছে ১৯৭২ সালের পরে। এখনো তারা মুক্তিযুদ্ধের যারা সত্যিকারের দাবিদার হতে পারে যেমন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে তারা মিথ্যাচার করছে, অপপ্রচার করছে, বেগম খালেদা জিয়ার নামে তারা অপপ্রচার চালাচ্ছে এবং মুক্তিযুদ্ধের সমস্ত আকাংখাকে তারা পদদলিত করছে।
[৫] আমরা আজকে আহবান জানাচ্ছি যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধবংস না করে সত্যিকার অর্থেই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে অবিলম্বে তাদের পদত্যাগ করে এখানে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়, নিরপেক্ষ একটি নির্বাচন কালীন সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগনের একটি সরকার প্রতিষ্ঠা করার ব্যবস্থা নিন।
[৬] জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনসহ ১০-১৫ জন নেতা-কর্মী নিয়ে দুপুর ২টায় বিএনপি মহাসচিব শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।