স্পোর্টস ডেস্ক : [২] পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনোর কথায় আভাস মিলেছে রাঁসের বিপক্ষে পিএসজির হয়ে অভিষেক হতে পারে লিও মেসির। এমন আভাসেই সেই ম্যাচের ১০ দিন আগেই কি না শেষ হয়ে গেছে সব টিকিট। ওই ম্যাচের ২০ হাজার ৫৪৬ টিকেট ছাড়া হলেও সবগুলোই বিক্রি হয়ে গেছে ইতোমধ্যে। স্টেডিয়ামের বাইরে ঝুলছে ‘নো টিকিট’ লেখা সাইনবোর্ডও।
[৩] শুধু সমর্থক নয় বা মেসি ভক্ত না, আগ্রহ আছে সাংবাদিকদেরও। এই ম্যাচের অ্যাক্রিডেশনের আবেদন জমা পড়েছে ১২০টি। এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ ১১৩টি অ্যাক্রিডেশন কার্ডের আবেদন জমা পড়েছিল রাঁসের মাঠের কোনো ম্যাচে। - প্যারিসটাইমস