শিরোনাম
◈ রাজধানীর শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ (ভিডিও) ◈ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ ◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০২:১২ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপত্তার স্বার্থে নারীদের ঘরে থাকতে নির্দেশ দিয়েছে তালিবান

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতির ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা সাময়িক হবে বলে জানিয়েছেন তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। মঙ্গলবার কাবুলে এক বিস্তৃত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এতে তিনি বিদেশি কূটনীতিক ও ত্রাণ কর্মীদের প্রশংসার পাশাপাশি বিরোধীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেছেন, দেশটির প্রত্যাহারের সময়সীমা ৩১ আগস্টের পর আর বাড়ানো হবে না।

কাবুলের সংবাদ সম্মেলনে নারীদের উপর আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিধিনিষেধ আরোপের বিষয়ে জানতে চাইলে তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, নিরাপত্তা বাহিনীকে একবার প্রশিক্ষণ দেওয়া শেষ হলে এই সমস্যার নিরসন হবে। তিনি বলেন, নারীদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে তা নিয়ে তালেবান যোদ্ধাদের প্রশিক্ষণ নেই। আর সেই কারণে নারীদের কিছুদিন বাড়িতে থাকতে বলা হচ্ছে বলে জানান তিনি।

জবিউল্লাহ মুজাহিদ জানান, বাড়িতে থাকলেও নারীরা তাদের বেতন পেতে থাকবেন আর একটা পদ্ধতি তৈরি করতে পারলেই তাদের কাজে যোগ দিতে বলা হবে।

তালিবান মুখপাত্র আরও বলেন, আফগান নাগরিকদের দেশত্যাগে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র। আর সেই কারণেই তাদের বিমানবন্দরে যাওয়া ঠেকাচ্ছে তালিবান। তিনি বলেন, ‘আমেরিকানদের বলছি দয়া করে আপনাদের নীতি বদলান, আফগানদের দেশ ছাড়তে উৎসাহ দেবেন না।’

মার্কিন বাহিনী বিপজ্জনকভাবে বিমানবন্দরের ভিড় সামাল দিচ্ছে বলেও অভিযোগ করেন জবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘আমরা আফগান নাগরিক আটকে দিচ্ছি কারণ সেখানে ভিড় বাড়ছে। সেখানে মানুষের পদপিষ্ট হয়ে মারা পড়ার আশঙ্কা রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়