আসিফুজ্জামান পৃথিল: [২] জাতিসংঘের মানবাধিকার প্রধান মিচেল বেচলেট বলেছেন, নারীদের জন্য, সাংবাদিকদের জন্য এবং নতুন প্রজন্মের সিভিল সোসাইটি নেতাদের জন্য সেখানে আতঙ্ক অপেক্ষা করছে। সাম্প্রতিক বছরগুলোতেই তারা প্রস্ফুটিত হয়েছেন।’ আল-জাজিরা
[৩] মঙ্গলবার পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় আফগানিস্তান থেকে ১৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এই নিয়ে প্রথমবার জাতিসংঘের শীর্ষ কোনও কর্মকর্তা নারীদের সম্ভাব্য বিপদ নিয়ে কথা বললেন। মহাসচিব অ্যান্তুনয় গুতারেস এর আগে আফগান পরিস্থিতি নিয়ে কথা বললেও নারীদের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি।
[৪] তবে তালিবানরা বলছে, তারা নারীদের অধিকার খর্ব করবে না। তবে শর্ত হলো তাদের হিজাব পরতে হবে এবং তালিবান নির্দেশনা মেনে চলতে হবে।