সাকিবুল আলম:[২] বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাস্ক পরার প্রতি সাধারণ মানুষের অবজ্ঞাই করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তারের মূল কারণ। দেশটিতে সংক্রমণের হার ইতোমধ্যেই ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, তিনি সংক্রমণের হার কমিয়ে আনার জন্য সম্ভাব্য সকল চেষ্টা করবেন। তবে নতুন করে লকডাউন দেওয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি। আল জাজিরা
[৩] দেশের বেশিরভাগ নাগরিককে ভ্যাকসিনেশনের আওতায় আনার দিক থেকে ইসরায়েল ছিলো বিশ্বের প্রথম সারির দেশ। এ বছরের মার্চের মধ্যে দেশটি কোভিডের ভয়াবহতা কাটিয়ে উঠেছিলো। পরবর্তীতে মাস্ক পরার বিধান উঠিয়ে নেওয়ার পর আবারো দেশটিতে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।
[৪] বর্তমানে পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশ মাঠে নেমেছে। মাস্ক পরিধান না করা ব্যক্তিদের জরিমানা করছে তারা। সম্পাদনা: সুমাইয়া ঐশী