শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্সি খুলে উল্লাস, রোনালদোর গোল বাতিল করে দেখলেন হলুদ কার্ড

স্পোর্টস ডেস্ক: [২] শুরু থেকে ম্যাচের শেষ পর্যন্ত আলোচনায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বল মাঠে গড়ানোর কিছুক্ষণ আগে জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়, পর্তুগীজ মহাতারকা নিজেই একাদশে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিআর সেভেন ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়, তাহলে কি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পাঁচবার ব্যালন ডি’ অর জয়ী? না, ৫৯ মিনিটে উদিনেসের বিপক্ষে মাঠে বদলি হিসেবে নামলেন। শেষ মুহূর্তে স্কোর লাইন যখন ২-২ ছিল তখন গোলও দিলেন। উদযাপন করতে গিয়ে খুললেন জার্সি। যদিও তা অফসাইডে বাতিল হলো। হলুদ কার্ড দেখে ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো।

[৩] রোববার (২২ আগস্ট) এস্তাদিও ফ্রিউলিতে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। অতিথিদের হয়ে গোল তুলে নেন পাওলো দিবালা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের বাড়ানো বল থেকে ২৩ মিনিটে ব্যবধান বাড়ান কুয়াদ্রাদো। এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মাসসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।

[৪] দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই গোল তুলে নেয় উদিনেস। স্বাগতিকদের পক্ষে পেনাল্টিতে গোল করেন রর্বাতো পেরেইরা। ৮৩ মিনিটে জুভেন্টাসকে আরেকটি গোল হজম করতে হয়। দলকে সমতায় ফেরান জেরাড ডিউলোফিউ।

[৫] ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৪ মিনিট) ফেদেরিকো চিয়েসার ক্রসে হেডের মাধ্যমে গোল আদায় করেন রোনালদো। জার্সি খুলে উদযাপন করতে করতেই ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির (ভিএআর) সহায়তায় তা বাতিল করা হয়। এতে মাঠে জার্সি খোলার দায়ে হলুদ কার্ডও দেখতে হয় ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। আরটিভি, গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়