শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৮:০৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসজিতে মেয়াদ শেষ হলে মেসিকে ইন্টার মায়ামিতে নিয়ে আসবেন ডেভিড বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক : [২] দীর্ঘ ২১ বছর ধরে ছোট্ট শিশু থেকে মহাতারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন লিওনেল মেসি। কাতালান দলটির ইতিহাসে সবচেয়ে সফলতম খেলোয়াড়ও হয়েছেন। ১৭ মৌসুমে ৩৫টি শিরোপায় চুমু খেয়েছেন। নামের পাশে রয়েছে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়নস লিগ ও ৩টি ক্লাব বিশ্ব কাপ। ৭৭৮টি ম্যাচে গোল তুলেছেন ৬৭২টি। এমন সব কৃতিত্ব থাকা এই ফরোয়ার্ড আর্থিক চুক্তি নিয়ে আইনি জটিলতার কারণে আর খেলতে পারছেন না দলটিতে। যোগ দিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। ফ্রেঞ্চ দলটিতে এখনও অভিষেক হয়নি। তার আগে ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম মেসিকে নিজের দলে ভেড়ানোর প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছেন।

[৩] চলতি মাসেই পিএসজির সঙ্গে দুই মৌসুমের জন্য চুক্তি করেছেন লিও মেসি। মৌসুম প্রতি ৩ কোটি ৫০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন তিনি। ২০২৩ সালে শেষ হবে এই চুক্তি। তার পরই মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন অধিনায়ককে দেখতে জান বেকহ্যাম।

[৪] যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই লিগে নিজের ক্যারিয়ারের শেষ সময়টা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ২০১৮ সালে পরিপূর্ণভাবে দলটি গঠন করেন। প্রধান কোচ হিসেবে নিয়োগ দেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ ফিল নেভিলকে। সম্প্রতি আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন ও ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ব্লাইস মাতুইদির মতো পরিচিত মুখদের দলে ভিড়িয়ে আলোড়ন তৈরি করেন। অন্যদিকে শুধু বেকহ্যাম নয় তার পুরো পরিবারই যে মেসি ভক্ত বিষয়টি ফুটবল প্রেমীদের অনেক আগে থেকেই জানা।

[৫] যদিও নতুন মৌসুমে সুবিধা করতে পারছে না বেকহ্যামের মালিকানাধীন দলটি। চলমান লিগে অবস্থান ১১তম। এখন থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা নিতে শুরু করে দিয়েছে দল। সে অনুযায়ী লিওনেল মেসির সঙ্গে আলোচনা চালিয়ে নিচ্ছে তারা। ডেইলি মিরর/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়