শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৮:০৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসজিতে মেয়াদ শেষ হলে মেসিকে ইন্টার মায়ামিতে নিয়ে আসবেন ডেভিড বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক : [২] দীর্ঘ ২১ বছর ধরে ছোট্ট শিশু থেকে মহাতারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন লিওনেল মেসি। কাতালান দলটির ইতিহাসে সবচেয়ে সফলতম খেলোয়াড়ও হয়েছেন। ১৭ মৌসুমে ৩৫টি শিরোপায় চুমু খেয়েছেন। নামের পাশে রয়েছে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়নস লিগ ও ৩টি ক্লাব বিশ্ব কাপ। ৭৭৮টি ম্যাচে গোল তুলেছেন ৬৭২টি। এমন সব কৃতিত্ব থাকা এই ফরোয়ার্ড আর্থিক চুক্তি নিয়ে আইনি জটিলতার কারণে আর খেলতে পারছেন না দলটিতে। যোগ দিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। ফ্রেঞ্চ দলটিতে এখনও অভিষেক হয়নি। তার আগে ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম মেসিকে নিজের দলে ভেড়ানোর প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছেন।

[৩] চলতি মাসেই পিএসজির সঙ্গে দুই মৌসুমের জন্য চুক্তি করেছেন লিও মেসি। মৌসুম প্রতি ৩ কোটি ৫০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন তিনি। ২০২৩ সালে শেষ হবে এই চুক্তি। তার পরই মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন অধিনায়ককে দেখতে জান বেকহ্যাম।

[৪] যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই লিগে নিজের ক্যারিয়ারের শেষ সময়টা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ২০১৮ সালে পরিপূর্ণভাবে দলটি গঠন করেন। প্রধান কোচ হিসেবে নিয়োগ দেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ ফিল নেভিলকে। সম্প্রতি আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন ও ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ব্লাইস মাতুইদির মতো পরিচিত মুখদের দলে ভিড়িয়ে আলোড়ন তৈরি করেন। অন্যদিকে শুধু বেকহ্যাম নয় তার পুরো পরিবারই যে মেসি ভক্ত বিষয়টি ফুটবল প্রেমীদের অনেক আগে থেকেই জানা।

[৫] যদিও নতুন মৌসুমে সুবিধা করতে পারছে না বেকহ্যামের মালিকানাধীন দলটি। চলমান লিগে অবস্থান ১১তম। এখন থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা নিতে শুরু করে দিয়েছে দল। সে অনুযায়ী লিওনেল মেসির সঙ্গে আলোচনা চালিয়ে নিচ্ছে তারা। ডেইলি মিরর/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়