নিউজ ডেস্ক: আফগানিস্তানের সাবেক বিচারপতি নাজলা আয়ুবি দাবি করেছেন, তালেবান যোদ্ধারা নারীদেরকে তাদের জন্য খাবার রান্না করতে বাধ্য করছেন। আর সেই রান্না করা খাবার যদি খেতে খারাপ হয় তবে নারীদের পুড়িয়ে মারা হচ্ছে উত্তর আফগানিস্তানে। আমেরিকার একটি গণমাধ্যমে সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন,‘গত কয়েক দিন ধরে আফগানিস্তানের প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি। যা শুনছি, তা কল্পনার অতীত। জোর করে বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে তালিবান যোদ্ধাদের বিয়ে দেওয়া হচ্ছে। আফগান তরুণীদের যৌনদাসী বানিয়ে কফিনবন্দি করে অন্য দেশে পাচার করা হচ্ছে বিগত কয়েক সপ্তাহ ধরে।’ খবর আনন্দবাজার পত্রিকার।
এদিকে রেডিও টেলিভিশন আফগানিস্তান এর দপ্তরে ঢুকতে দেওয়া হয়নি সঞ্চালক শবনম খানকে। তাকে তালেবান প্রশাসন থেকে বলা হয়েছে, তালেবান শাসনে আপনি কাজ করতে পারবেন না।
স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে দেওয়া সাক্ষাতকারে সমাজকর্মী ফরিহা এসার বলেন, ‘শিক্ষা, কাজ, রাজনীতিতে অংশগ্রহণের অধিকার এত সহজে পরিত্যাগ করবেন না আফগান নারীরা।’