গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি: [২] জেলার ঢাকা-সিলেট মহাসড়কের উজান ভাটি হাইওয়ে রিসোর্টের সামনে দ্রুতগামি সোহাগ পরিবহনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চার বছরের শিশু মারা যায়।
[৩] শুক্রবার (২০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২টা ৫০ মিনিটে মোহাম্মদ হোসেন (৪) নামে শিশুটি উজান ভাটি হাইওয়ে রিসোর্টের সামনে থেকে রাস্তা পার হচ্ছিল। বিপরীত দিক থেকে আসা সিলেটগামী সোহাগ পরিবহনের বাস যার নম্বর ঢাকা মেট্রো ব-১৪-৩৫৩২ শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে।
[৫] নিহত শিশুর গ্রামের বাড়ি জেলার নবীনগর থানার কুড়িঘর এলাকায়। সে আশুগঞ্জ উপজেলার কলাবাগান এলাকায় মিজান মিয়ার বাসায় ভাড়া থাকতো। সে ইরান মিয়া ও তাজিনা বেগমের ছেলে।
[৬] এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আজাদুর রহমান জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত ঘাতক বাসটির চালককে আটক করা হয়েছে। আটককৃত গাড়ির ড্রাইভার মো. পারভেজ খান (৪৩) পিতা আব্দুল খান এর বাড়ি গ্রাম-বাড়ায় বিকরা থানা. মানিকগঞ্জ সদর জেলা. মানিকগঞ্জ।