শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ১২:৪৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকার বিমানের চাকায় ছিল আফগান ফুটবলারের লাশ

স্পোর্টস ডেস্ক: তালেবানরা ক্ষমতা দখল করার পরই দেশ ছাড়ার ঢল দেখা যায় আফগানিস্তানের বিমানবন্দরে। বিদেশি নাগরিকদের নিতে আসা সেসব বিমানে হুড়মুড়িয়ে উঠার দৃশ্যও পড়ে ভাইরাল হয়েছে। বিমানের উপরে-নিচে অথবা চাকায়, যে যেভাবে পেরেছেন সেভাবেই দেশ ছাড়তে চেয়েছেন।

অনেককে ব্যর্থ হয়ে মরতেও হয়েছে। তাদের দলের একজন আফগানিস্তানের জাতীয় দলের ফুটবলার জাকি আনওয়ারি। আমেরিকার বোয়িং সি-১৭ বিমানের ল্যান্ডিং গিয়ারে নিজেকে বেঁধে দেশ থেকে পালাতে গিয়েছিলেন তিনিও। কিন্তু সেখান থেকে পড়ে মৃত্যু হয়েছে এই ফুটবলারের। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছে আফগানিস্তানের সংবাদ সংস্থা আরিয়ানা।

তার এমন বিদায়ে ব্যথিত এক বন্ধু ফেসবুকে লিখেছেন, ‘আনওয়ারির সঙ্গে আমার অনেক স্মৃতি ছিল, সে ছিল আমার ভাই। এমন অপূরণীয় ক্ষতি আমাকে দুঃখে ভাসিয়ে দিয়েছে।’ আফগানিস্তান জাতীয় দলের সহকারী ম্যানেজার আলি আস্কর লালি বলেছেন আনওয়ারিকে যেন সবাই মনে রাখে।

১৯ বছর বয়সী আনওয়ারি খেলেছেন আফগানিস্তানের বয়সভিত্তিক জাতীয় দলে। উচ্চবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই ফুটবলার কাবুলের বিখ্যাত এস্তেকলাল উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করতেন। সোমবার যুক্তরাষ্ট্রের উড়ে যাওয়া বিমান থেকে কয়েক জনকে পড়ে যেতে দেখা গিয়েছিল। ভাবা হচ্ছিল আনওয়ারি হতে পারেন তাদেরই একজন।

পরে অবশ্য জানা গেছে ওই দলে ছিলেন না আনওয়ারি। কাবুল ছেড়ে গেলেও উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার (চাকা) বন্ধ করতে সমস্যা হওয়ায় কাতারের আল উদেইদ এয়ারবেসে জরুরি অবতন করেন পাইলট। পরে দেখতে পাওয়া যায় আনওয়ারির মরদেহ। আফগানিস্তান ছাড়তে জীবন দিলেও তার লাশ ঠিকই ফিরছে দেশটিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়