রাকিবুল আবির: [২] আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন আলোচনা করেছেন। বুধবারের এই ফোনালাপে আফগানিস্তানের রাজধানী তালেবানদের দখলে যাওয়া সহ চলমান উত্তেজনা নিয়ে কথা বলেন তারা। এছাড়াও দুই দেশের কৌশলগত ও কুটনীতিক সম্পর্ক জোরদারের বিষয়েও কথা বলেছেন তারা। আরব নিউজ
[৩] এর আগে প্রায় তিন দিন ধরে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আফগান পরিস্থিতি নিয়ে কথা বলে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। এনি নিউজ
[৪] আফগানিস্তানের সেনাবাহিনীর আত্মসমর্পণ এবং প্রেসিডেন্ট আশরাফ ঘানির পালিয়ে যাওয়ার মাধ্যমে গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান, গঠন করে নতুন সরকার। এখন পর্যন্ত দেশটির অভ্যন্তরীন পরিস্থিতি শান্ত রয়েছে। তালেবান নেতারা তাদের যোদ্ধাদের কোনো ধরনের সহিংসতা থেকে দূরে থাকার নির্দেশ প্রদান করেছেন এবং দেশের জনগণকে ঘর-বাড়ি থেকে নির্ভয়ে বের হওয়ার আহ্বান জানিয়েছেন। সম্পাদনা : রাশিদ