সমীরণ রায়: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি করোনার মধ্যে কোথায় জনগণের পাশে দাঁড়াবে, মানুষকে সহায়তা করবে, সেটা না করে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের তথাকথিত কবরে গিয়ে ফুল দেয়ার নামে মারামারি করেছে।পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। তারা যে সন্ত্রাসের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি, সেটির বহিপ্রকাশ হচ্ছে সংঘর্ষের ঘটনা।
[৩] বুধবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের করোনা চিকিৎসায় বিনামূল্যে অক্সিজেন ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
[৪] তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশের ৮০ শতাংশ মানুষকে করোনার টিকা দেবেন। ইতোমধ্যেই প্রায় দুই কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে। বঙ্গবন্ধু কন্যার নির্দেশে দলের সর্বস্তরের নেতাকর্মীরা করোনার মধ্যে জনগণের পাশে দাঁড়িয়েছে। আমি দু’বার করোনা আক্রান্ত হয়েছি। কিন্তু একদিনও ঘরে বসে থাকিনি, একদিনও না।
[৫] সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে বিজ্ঞানচিত্র নির্মাতা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্ত্রণালয়ের পদক্ষেপের কথা জানিয়ে বলা হয়, বিদেশি শিল্পী দিয়ে দেশি বিজ্ঞাপন নির্মাণে নির্মাতাকে প্রতি বিদেশি শিল্পীর জন্য দুই লাখ টাকা ফি এবং বিজ্ঞাপন প্রচারের সময় টিভি চ্যানেলকে বিজ্ঞাপন প্রতি এককালীন বিশ হাজার টাকা সরকারি ফি প্রদানের নিয়মটি কার্যকর করা হচ্ছে। এসময় প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং সচিব মো. মকবুল হোসেন উপস্থিত ছিলেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।