শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে করোনা ও উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুর করোনা ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চারজনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়ে তিন এবং উপসর্গে একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮২ জন।

[৩] একই সময়ে ৩৪৮ নমুনা পরীক্ষা করে ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ১৮ জনে।

[৪] বুধবার (১৮ আগস্ট) দুপুরে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

[৫] মৃত চারজনের মধ্যে ফরিদপুরের দুজন, গোপালগঞ্জের একজন এবং রাজবাড়ীর একজন রয়েছেন।

[৬] ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, পিসিআর ল্যাবে শনাক্ত ৭৭ জনের মধ্যে আলফাডাঙ্গায় এক, ভাঙ্গায় তিন, বোয়ালমারীতে তিন, মধুখালীতে আট, সদরপুরে ছয়, চরভদ্রাসনে এক, সালথায় পাঁচ এবং ফরিদপুর সদরে ৫০ জন। বাকি পাঁচজনের শনাক্ত হয়েছে র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

[৭] ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১১১ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত রোগী ১২৫ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২০ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৮২ জন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়