জেরিন আহমেদ: [২] জন্ম নেওয়া দু'টি বাঘ শাবককে দুর্জয় এবং অবন্তিকা নাম দেওয়া হয়েছে। সোমবার (১৬ আগস্ট) বাঘ শাবক দু'টির নামকরণ ও নিবন্ধন করেন মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বাংলাভিশন অনলাইন
[৩] এর আগে রোববার এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ।
[৪] তিনি আরও জানান, করোনায় প্রায় দেড় বছর দর্শনার্থীর চাপ না থাকার সুযোগে প্রাণীরা নিজস্ব পরিবেশ ফিরে পায়। সেই সুযোগে আড়াই মাস আগে জন্ম নেয় শাবক দু'টি।
[৫] এদিকে চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, আগামী ১৯ আগস্ট চিড়িয়াখানা খুলতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। করোনার কথা চিন্তা করে দর্শনার্থীদের মাস্ক পরা নিশ্চিত করা ছাড়াও জ্বর মেপে ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে চিড়িয়াখানায় প্রবেশ করানো হবে। সীমিত করা হবে দর্শনার্থীর সংখ্যাও। সূত্র: জাগো নিউজ, বিডি নিউজ২৪.কম
[৬] জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ জানান বিষয়টি নিশ্চিত করেছেন।
[৭] এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। এতে স্বাভাবিক বন্য পরিবেশে বেড়ে উঠেছে সব প্রাণী। চিড়িয়াখানার প্রাণিকুলের প্রজনন ক্ষমতাও বেড়েছে। ফলে ধারণক্ষমতার অতিরিক্ত প্রাণী বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
[৪] এরমধ্যে ১৬টি চিত্রা হরিণ বিক্রি করেছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রত্যেকটির বয়স দেড় বছরের বেশি। এগুলোর প্রতিটি ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এর আগে হরিণ ও নীল ময়ূর বিক্রির একটি বিজ্ঞাপন প্রকাশ করেন চিড়িয়াখানা কর্র্তপক্ষ। তবে ময়ূর বিক্রি করার সিদ্ধান্ত বদলায় চিড়িয়াখানা কর্র্তপক্ষ।
[৫] এছাড়া করোনাকালে অবমুক্ত করা হয়েছে অনেক পাখি ও প্রাণীতে।