শাহীন খন্দকার: [২] শেরে-ই বাংলা নগর শ্যামলী শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সফি আহমেদ আরও বলেন, এখন শিশুরা জ্বরে আক্রান্ত হলে ডেঙ্গু ধরে নিয়েই চিকিৎসা করতে হবে। ডেঙ্গুর কারণে রক্তক্ষরণ ও ডেঙ্গু শক সিনড্রমজনিত জটিলতা এড়াতে পর্যাপ্ত পানি ও খাবার স্যালাইন খাওয়ার পাশাপাশি দিতে হবে। কোনো ধরনের ব্যথানাশক দেয়া যাবে না।
[৩] তিনি বলেন, শিশুদের জন্য বিশেষায়িত ঢাকা শিশু হাসপাতালে শনিবার পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫৫ জন। বিগত এক সপ্তাহে ভর্তি ৭৪ জনের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ৯ জন। জানুয়ারী থেকে এ পর্যন্ত মোট ভর্তি রোগী ২৬০ জনের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছে ১০৬ জন। মারা গেছেন ৫ জন। হাসপাতালে ডেঙ্গুর জন্য বরাদ্দ ১৬টি শয্যার বিপরীতে ডেঙ্গু আক্রান্ত ৬০ জন শিশু এখন চিকিৎসাধীন রয়েছে।
[৪] তিনি আরও বলেন, প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন শিশু এই হাসপাতালে ভর্তি হচ্ছে। তাদের মধ্যে ৬০ শতাংশের বয়স ৫ থেকে ১৮ বছর বয়সের মধ্যে। আর ডেঙ্গু প্রবণ ঢাকার মিরপুর, যাত্রাবাড়ি , রামপুরা ও বনশ্রী থেকেই বেশি শিশু আসছে। তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক এবং ডেঙ্গু শক সিনড্রম নিয়ে ভর্তি হচ্ছেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।