রদেওয়ানুল হক: [২] ঠাকুরগাঁওয়ে ছেলের মৃত্যুর সংবাদ শুনে ৩ ঘন্টা পরে বাবার মৃত্যুর ঘটনা ঘটে। শুক্রবার রাতে সদর উপজলোর রায়পুর ইউনয়িনরে ভলোজান শহিপিুর নামক এলাকায় পিতা পুত্রের মৃত্যুর ঘটনা ঘটে।
[৩] প্রতিবেশী সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ১ সন্তানের জনক আইনুল হক ঘরে শুয়ে ছিলন। তিনি বুকের ব্যথা অনুভব করলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। এ ঘটনার ৩ ঘন্টা পরে তার বাবা আবুল হােসেন (৭৫) ছেলের মৃত্যুর খবর শুনে তিনিও মারা যান।
[৪] আইনুল হক ভেলাজান বাজারের মের্সাস আমিন মেডিকেল হল এ ডাঃ কছিম উদ্দিনের চেম্বারে দীর্ঘদিন কর্মরত ছিলন। বাবা-ছেলের এই আকস্মিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় বইছে শােকের ছায়া।
[৫] সদর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি, খুবই বেদনাদায়ক ঘটনা।