সুমাইয়া ঐশী: [২] ইন্দোনেশিয়ায় ১৯৬৫ সাল থেকেই নারীদের সেনাবাহিনীতে ভর্তির ক্ষেত্রে এই নিয়ম চালু আছে। সেনা বাহিনীতে ভর্তির ক্ষেত্রে টু ফিঙ্গার টেস্টের বিরুদ্ধে অনেক আগে থেকেই মানবাধিকার সংস্থাগুলো বিরোধীতা করে আসছে। অবশেষে এই নিয়ম থেকে বেরিয়ে আসছে দেশটি। সম্প্রতি এমনি ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আন্দিকা পারকোসা। ডয়েচে ভেলে
[৩] দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, ২০১৪ সালে প্রথম মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বিষয়টি নিয়ে কথা বলে। ইন্দোনেশিয়ার এই নিয়মকে নৃশংস, নিপীড়ন এবং অপমানজনক বলে আখ্যা দেওয়া হয়েছিলো। ১৯৬৫ সালে এই বিতর্কিত টু ফিঙ্গার টেস্ট নারী সেনা সদস্য ছাড়াও সাধারণ বিয়ের ক্ষেত্রেও অনুমোদন দেওয়া হয়। ২০১৫ সালে ইন্দোনেশিয়ার পুলিশ এই প্রক্রিয়া জনসাধারণ পর্যায়ে বন্ধ ঘোষণা করলেও তা চালু ছিলো সেনাবাহিনীতে, এবারে তা বন্ধ হলো।