শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ১১:০০ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজেপি বর্বর সরকার, ওদের ভোট দেওয়া উচিত নয় : মমতা বন্দ্যোপাধ্যায়

রাশিদুল ইসলাম : [২]  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার বিজেপি সরকারকে টার্গেট করে তাদেরকে বর্বর ও নিষ্ঠুর সরকার বলে মন্তব্য করেছেন। তিনি বৃহস্পতিবার কোলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন।বিজেপিশাসিত ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল নেতাদের দেখতে আজ কোলকাতার এসএসকেএম হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি সম্প্রতি ত্রিপুরায় আক্রান্ত হওয়া জয়া দত্ত ও সুদীপ রাহাকে দেখতে যান এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

[৩] মমতা ত্রিপুরা সরকার সম্পর্কে বলেন, ‘ওঁরা নিজেরাই অত্যাচার করছে। বর্বর সরকার। নিষ্ঠুর সরকার। নির্দয় সরকার। পাশবিক সরকার। বিজেপিশাসিত রাজ্যে সাংবাদিকদেরও কথা বলতে দেয় না, ত্রিপুরায় আপনারা নিজেরা কথা বলে দেখুন। সাংবাদিক বলুন, সমাজকর্মী বলুন, রাজনৈতিক কর্মী কাউকে কথা বলতে দেয় না। তবে এভাবে চলবে না। আমরা লড়ে নেবো। সবার বিরুদ্ধে এফআইআর করে যদি মনে করে যে তারা নামলেই অ্যারেস্ট করবে, এটা ওদেরও মনে রাখতে হবে, এখানে (পশ্চিমবঙ্গে) আইন কিন্তু আমাদের হাতেও আছে। আমরা এটা কার্যকর করতে চাই না। আশা করি ‘চ্যারিটি বিগিনস অ্যাট হোম’।’

[৪] মমতা বিজেপিশাসিত ত্রিপুরায় তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতার করা প্রসঙ্গেবলেন, ‘ওরা সারাক্ষণ গ্রেফতার করছে, ভীষণ অত্যাচার করছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞেস করতে চাই এখন উনি কী করবেন? ক’টা মানবাধিকার কমিশন এসেছে? কটা মহিলা কমিশন এসেছে? ত্রিপুরার ঘটনায় কোর্টে ক’টা কেস হয়েছে? ক’টা কমিশন এসেছে। যা ইচ্ছে তাই করে যাচ্ছে! ক্রিমিনালরা অবাধে ঘুরে বেড়াচ্ছে! একটা অরাজকতার রাজ্য চলছে। বিজেপিকে কারও ভোট দেওয়া উচিত নয়’ বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়