নিউজ ডেস্ক : দেশ জুড়ে গণটিকার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখানে শেষ দিনেও ছিল চরম বিশৃঙ্খলা। কোথাও নিরাপত্তা কর্মীদের সঙ্গে টিকা নিতে আসা মানুষের মারামারিও হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, তিন দিন ধরে লাইনে দাঁড়িয়েও টিকা পাননি। এমনকি পেছন থেকে অনেকেই টিকা পেলেও মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা না নিয়ে ফিরে যেতে হয়েছে। কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনাও ছিল চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার শেষ দিনে টিকা নিতে আগ্রহী অনেক মানুষই ভিড় করেছিলেন রাজধানীর টিকাদান কেন্দ্রগুলোতে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গতকাল দুপুরের দিকে টিকা নিতে আসা মানুষের সঙ্গে আনসার সদস্যদের মারামারি হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। ভাটারায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের গণটিকা দান কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোরেই দীর্ঘ লাইন হয়ে গেছে। সকাল সাড়ে ৭টার দিকে টিকা কার্যক্রম বন্ধ থাকবে জানিয়ে লাইনে না দাঁড়াতে সবাইকে কাউন্সিলরের কার্যালয় থেকে মাইকে নির্দেশনা দেওয়া হচ্ছিল। এতে অনেকেই চলে যান।
নতুন বাজার এলাকার বাসিন্দা আজিজুর রহমান জানান, এর আগেও দুই দিন এসে ফিরে যেতে হয়েছে। তিন দিন ধরে ঘুরছি। নিজেদের লোকদের বেছে বেছে আগে দিয়ে দিচ্ছে। সরকারের টিকা সাধারণ জনগণ কেন পাবে না? এখন টিকা নিতে হলে কারো না কারো তদবির লাগবে। পরিচিত কেউ ছাড়া টিকা নিতে পারছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকা নিতে আসা মানুষের উপস্থিতিও বাড়ছিল। খবিরুল ইসলাম বলেন, পরপর তিন দিন আসছি। প্রথম দিন আসার পর বলে সিল মারতে হবে। সিল মারার জন্য গেলাম তখন বলছে, বিকাল ৪টায় আসেন। এর মধ্যে দেখলাম কিছু মানুষ সাইড দিয়ে কাগজ দিয়ে সিল মেরে ?নিচ্ছে। আমাদের পরিচিত লোক না থাকায় আমাদের দেয়নি। পরিচিত কেউ ছাড়া টিকা দেওয়া যাচ্ছে না।
সকালে মিরপুরের পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে দেখা যায় টিকার জন্য কয়েক শ মানুষের সারি। গত কয়েক দিন চেষ্টা করেও টিকা না পাওয়ায় তাদের অনেকেই রাত থেকে টিকা কেন্দ্রের সামনে জড়ো হওয়ার কথা জানিয়েছেন। তবে টিকাদান শুরুর পর থেকেই কেন্দ্রের দায়িত্বশীলদের পরিচয়ে পিছনের ফটক দিয়ে কেউ কেউ টিকা নিচ্ছিলেন। এ নিয়ে সারিতে দাঁড়ানো টিকাপ্রত্যাশীরা বিক্ষোভ দেখান। বিলম্ব হওয়ায় কেউ কেউ টিকা ছাড়াই ফেরত যান। বেলা সাড়ে ১২টার দিকে দেখা যায়, টিকা শেষ হয়ে যাওয়ায় সারিতে দাঁড়ানো অনেকেই টিকা পাননি। টিকা না পেয়ে আক্কাস আলী বলেন, ‘শেষ পর্যন্ত আমরা টিকা পেলাম না। গত চার দিন ধরে প্রতিদিনই এসেছি। আসলে পরিচিত কেউ ছাড়া টিকা পাওয়া যায়নি।’
গণটিকা দান কর্মসূচির মধ্যেই টিকা সংকটে রাজধানীর মিরপুরের বর্ধিত পল্লবীর একটি নিয়মিত টিকা কেন্দ্রে গতকাল টিকা দেওয়া বন্ধ ছিল। সকাল থেকে কয়েক শ টিকাপ্রত্যাশী নগর মাতৃসদন কেন্দ্রে আসলেও সবাইকে টিকা না নিয়েই ফিরে যেতে হয়েছে। কবে নাগাদ আবার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হবে তা জানাতে পারেননি এই কেন্দ্রের দায়িত্বশীলরা। ইত্তেফাক