শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ১০:২৭ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ হলো ১৯ দিনের বিধিনিষেধ, রাজধানীতে তীব্র যানজট (ভিডিও)

মারুফ মালেক ও মহসীন কবির: [২] করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে কঠোর বিধিনিষেধের পর খুলছে সব অফিস-আদালত, কলকারখানা, দোকানপাট ও শপিংমল আর একারণেও রাজধানীতে দেখা দিয়েছে তীব্র যানজট। একেবারে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ঢাকায় ঢুকছে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। সব ধরনের গণপরিবহন চলাচল শুরু করায় প্রতিটি সড়কে সৃষ্টি হয়েছে যানজট। 

[৩] যাত্রী ও চালকদের স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে, মুখে মাক্স থাকলেও দূরত্ব বজায় রাখাতে দেখা যায়নি। প্রতিটা বাসস্ট্যান্ডে যাত্রীদের বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে কিন্তু বাসের সংখ্যা ছিল খুবই কম।

[৪] রাজধানীর কলেজগেট, ফার্মগেট, মগবাজার, সাতরাস্তা, নাবিস্কো ও মহাখালীতে যানজটের এমনই চিত্র দেখা গেছে। এছাড়া শ্যামলী,  ধানমন্ডি, পাস্থপথ, শাহবাগ, কাওরানবাজার বাংলামটর, ইন্দিরা রোড, বিজয়সরণি, রাসেল স্কয়ারসহ বেশ কয়েকটি এলাকায়ও তীব্র যানজটের খবর পাওয়া গেছে। অনেককে পায়ে হেঁটে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে যেতে দেখা গেছে।

[৫] দেশে করনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় জুলাই থেকে সাতদিনের কঠোর বিধিনিষেধ জারি করে। দেওয়া হয় ২১টি নির্দেশনা। ঈদুল আজহার জন্য ৮ দিন শিথিলের পর ২৩শে জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত সারা দেশে ফের কঠোর বিধিনিষিধ জারি করা হয়। এরপর বিধিনিষেধ আরও ৫ দিন বাড়িয়ে ১০ই আগস্ট করা হয়। ১১ই আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

[video width="368" height="656" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/08/video-1628663565.mp4"][/video]

  • সর্বশেষ
  • জনপ্রিয়