শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে চাকু-ছুরিসহ ৬ ছিনতাইকারী আটক

সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচর এলাকায় রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে আটক করেছে র‌্যাব-১০।

[৩] সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটি জানিয়েছে, র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই করার অভিযোগে রাসেল ও মনির হোসেন নামের দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ছুরি ও ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

[৪] এছাড়া রোববার রাতে র‌্যাব-১০ এর একই দল দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে মেহেদী ও রাজা নামের আরও দুজনকে আটক করে। বলে জানা যায়। এ সময় তাদের কাছ থেকে ২টি ছুরি জব্দ করা হয়েছে।

[৫] এদিকে একই দিন র‌্যাব-১০ এর অপর একটি দল রাজধানীর কামরাঙ্গীরচরের কোম্পানীঘাট বেড়িবাধ এলাকায় অভিযান চালিয়ে হৃদ্বয় ও জাওয়াদ নামের দুজনকে আটক করেছে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু জব্দ করা হয়েছে।

[৬] বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানায়, আটকরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলো। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়