সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচর এলাকায় রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে আটক করেছে র্যাব-১০।
[৩] সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটি জানিয়েছে, র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই করার অভিযোগে রাসেল ও মনির হোসেন নামের দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ছুরি ও ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
[৪] এছাড়া রোববার রাতে র্যাব-১০ এর একই দল দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে মেহেদী ও রাজা নামের আরও দুজনকে আটক করে। বলে জানা যায়। এ সময় তাদের কাছ থেকে ২টি ছুরি জব্দ করা হয়েছে।
[৫] এদিকে একই দিন র্যাব-১০ এর অপর একটি দল রাজধানীর কামরাঙ্গীরচরের কোম্পানীঘাট বেড়িবাধ এলাকায় অভিযান চালিয়ে হৃদ্বয় ও জাওয়াদ নামের দুজনকে আটক করেছে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু জব্দ করা হয়েছে।
[৬] বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানায়, আটকরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলো। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।