শিরোনাম
◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ: ওবায়দুল কাদের ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউতে ফিল্ড হাসপাতাল চালু, রেফার্ড রোগি ছাড়া ভর্তি নয়: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.এবিএম খুরশীদ আলম আরো বলেন, করোনা রোগীদের চিকিৎসা সেবায় যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিল্ড হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, এই হাসপাতালে রেফার্ডরোগী ছাড়া কোনো রোগী ভর্তি করা হবে না।

[৩] শনিবার বিএসএমএমইউ’র কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধনের সময় স্বাস্থ্য মহাপরিচালক আরও বলেন, আমরা জানি ঢাকা শহরের যতগুলো কোভিড হাসপাতাল আছে, সেগুলোর প্রায় সবই রোগীতে পরিপূর্ণ। এই অবস্থায় সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে বিএসএমএমইউর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। তবে এই হাসপাতালে রেফার্ড পেশেন্ট ছাড়া অন্য কোনো রোগী ভর্তি করা হবে না।

[৪] খুরশীদ আলম বলেন, অন্য জায়গা থেকে যে রোগীরা এখানে রেফার্ড হবেন, সে রোগীরাই আসবে এবং চিকিৎসা নেবে। এছাড়া যদি অন্যান্য জায়গা থেকে সাধারণ রোগীরা এখানে আসতে থাকে, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। তিনি বলেন, যারা অন্য হাসপাতালে ভর্তি আছেন, তারা অযথাই এখানে এসে যেন ভিড় না করেন। আমরা এখানে একেবারেই ঝুঁকিপূর্ণ ও ক্রিটিকাল রোগীদের চিকিৎসা দেব।

[৫] এসময় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ করােনাভাইরাসের তৃতীয় ঢেউ অতিক্রম করছে। ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট পুরো দেশে ছড়িয়ে পড়েছে। দিনদিন রোগীর চাপ বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ফ্রন্টলাইন যোদ্ধা হিসাবে জীবন বাজি রেখে নিরলসভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

[৬] উপাচার্য আরও বলেন, আপনারা জানেন ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী। বঙ্গমাতার জন্মদিনকে সামনে রেখে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন রক্ষার্থে চালু করা হলো আমাদের এই ফিল্ডহাসপাতাল। এই হাসপাতালটি চালু হওয়ার মধ্য দিয়ে করোনা মহামারির এই দুঃসময়ে হাজার হাজার রোগীর জীবন বাঁচানো সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়