শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ১০:০২ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লকডাউন অমান্য করে বাস চলাচল, ৪০ বাস আটক

ফজলুল হক: চলমান লকডাউন অমান্য করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে গণপরিবহন। রাতে বিভিন্ন উপায়ে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ৪০ টি বাস চন্দ্রা ত্রিমোড় থেকে আটক করেছে গাজীপুর হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার ( ৫আগস্ট) থেকে উত্তরবঙ্গের রংপুর, কুড়িগ্রাম, রাজশাহী, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ থেকে নানান অযুহাতে ঢাকায় প্রবেশ করছিলেন যাত্রীবাহী বাস। এসকল বাস বিভিন্ন উপায়ে আসলেও গাজীপুরের চন্দ্রা এলাকায় প্রবেশ করলে শুকবার (৬ আগস্ট) ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চেকপোস্ট অতিক্রম করতে পারেনি।

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা এলকার বাসিন্দা মিজানুর বলেন, সারারাত অনেক গাড়ি চলতে দেখা গেছে। এসব গাড়ি শেষ রাতের দিকে আসে যেন পুলিশ না ধরে। ফজরের নামাজ পড়তে যাওয়ার সময়ও বাস চলতে দেখেছি।

ঢাকাগামী গাইবান্ধা থেকে ছেড়ে আসা মা-রাসিয়া পরিবহনের চালক মেকাইল বলেন, অনেক গাড়ি চলাচল করে বলেই আমরা গাড়ি নিয়ে বের হয়েছি। গাড়ি চলার জন্য রাস্তায় যাকে যা দেওয়ার তাদের পাওনা দিয়ে দিয়েছি। তবুও আমাদের গাড়ি চন্দ্রা এসে আটকে গেল।

কারিমুল নামের এক যাত্রী জানান, বাস চলাচল করে শুনেই বাড়ি থেকে বের হয়েছিলাম। রাতে পাবনা থেকে রওনা দিয়েছিলাম । চন্দ্রা পরে আর বাস চলতে দিচ্ছে না। তাই এখন অন্য উপায়ে যাওয়ার পরিকল্পনা করছি।

সানে খোদা পরিবহনের হেলপার তুহিন বলেন, টাকা দিলে সবই হয়। রাস্তায় বিভিন্ন যায়গায় চাঁদা দিয়েই এসেছি কিন্তু এখানে আটকা পড়বো বুঝতে পারিনি।

সালনা কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর গোলাম ফারুক বলেন, গণপরিবহন বন্ধ থাকার পরেও কয়েকগুণ বেশি ভাড়া নিয়ে ঢাকায় প্রবেশ করছিলেন। আমরা রাত থেকে ৪০ টি গাড়ি আটক করেছি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়