ইমরুল শাহেদ: মাদককাণ্ডে পরীমণি গ্রেপ্তার হওয়ার পর কয়েকজন নির্মাতা ও প্রযোজক সমস্যা মোকাবিলা করতে হবে বলে অনেকে মনে করছেন। পরীমণিকে নিয়ে কোনো কোনো নির্মাতার কাজ ইতোমধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল। মহামারির কঠোর বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পর ১৭ আগস্ট থেকে চট্টগ্রামে ‘প্রীতিলতা’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। ছবিটির ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছে। প্রীতিলতার নির্মাতা রাশিদ পলাশ গণমাধ্যমকে বলেছেন, ‘চট্টগ্রামে ২০ দিনের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম আমরা, যার বাজেট ছিল প্রায় ৪০ লাখ টাকার মতো। এমন পরিস্থিতিতে আমাদের শুট পেছানো ছাড়া অন্য কোনও উপায় নেই। এ পর্যন্ত আমরা প্রায় ৬০ লাখ টাকা খরচ করেছি।
এখন পরীর জন্য অপেক্ষা ছাড়া আমাদের হাতে আর কিছু নেই। বলা যায়, আমার প্রযোজনা প্রতিষ্ঠান সাময়িক আর্থিক ক্ষতির মুখোমুখি হলো।’ এ ছাড়া পরীমণি চুক্তিবদ্ধ ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ‘বায়োপিক’ নামের একটি ছবিতে। পরীমণি ও নায়ক সিয়াম আহমেদকে নিয়ে ছবিটি পরিচালনার কথা ছিল সঞ্জয় সমাদ্দারের। ৫০ লাখ টাকা বাজেটের এই ছবিটির চিত্রায়নের পরিকল্পনা ছিল সেপ্টেম্বর থেকে। এখন প্রযোজনা প্রতিষ্ঠানটিকে হয়তো বিকল্প ভাবতে হবে। ‘অন্তরালে’ নামে একটি ওয়েব ফিল্মে সেপ্টেম্বর থেকে কাজ করার কথা ছিল পরীমণির।
এমন পরিস্থিতিতে ওয়েব ফিল্মটির ভবিষ্যৎ প্রসঙ্গে নির্মাতা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ঘটনা মাত্র ঘটল, এখনও আমরা কোনও সিদ্ধান্ত নেইনি। তবে দ্রুত প্রযোজনা প্রতিষ্ঠান ও টিমের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নেব এ প্রসঙ্গে।’ পরিচালক ইফতেখার শুভ ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মাণ করছেন ‘মুখোশ’। এর কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। ছবিটির শুটিং শেষ হলেও ডাবিং এবং একটি গানের দৃশ্যায়ন এখনও বাকি আছে। উল্লেখ্য, ২০১৫ সালে শাহ আলম মন্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে যাত্রা শুরু করেন। তারপর তার এ পর্যন্ত মুক্তি পেয়েছে ১৬টির মতো ছবি। সর্বশেষ মুক্তি পাওয়া ছবি হলো বিশ্বসুন্দরী।