রাকিবুল ইসলাম: [২] করোনা রোগীদের জন্য ৭দিন আগে সরকারি হাসপাতালকে আবুল খায়ের কোম্পানি ৮টি অক্সিজেন সিলিন্ডার উপহার দেন। সেগুলো হাসপাতালের করোনা ইউনিটের নীচ তলায় রাখা ছিলো।
[৩] বুধবার (৪ আগষ্ট) রাত সাড়ে ১০টার সময় সেগুলোর মধ্যে ১টি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এসময় বাকি ৭টিও গ্যাস অটোমেটিক চলে যায়। এসময় আতঙ্কে রোগীরা ছুটোছুটি করলে কয়েকজন মেঝেতে পড়ে আহত হয়।
[৪] সিলিন্ডার বিস্ফোরণের পর দীর্ঘক্ষণ অক্সিজেন বন্ধ থাকায় দু’জনের অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়।
[৫] রায়পুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, কোনো রোগী হতাহত হয়নি। যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে।
[৬] রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বাহারুল আলম বলেন, অল্পের জন্য আল্লাহ রক্ষা করেছেন। কোনো রোগী আহত হয়নি। ভয়ে দোতলার করোনা ইউনিটের রোগিরা ছুটাছুটি করেছে।
[৭] রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ঘটনার শুনার সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সকল রোগীয়ে শান্তনা দেয়া হয়েছে, পরিস্থিতি এখন শান্ত। সম্পাদনা: হ্যাপি