শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৯:২৮ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৯:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশের ১৮ হাসপাতালে অতিরিক্ত রোগী

শাহীন খন্দকার: [২] করোনারোগীদের চিকিৎসা দেওয়া ১৮টি হাসপাতালেই নির্ধারিত বেডের অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর এই ১৮টির মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছে পাঁচ হাসপাতাল।

[৩] অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নির্ধারিত ১৬৯ বেডের বিপরীতে অতিরিক্ত চারজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নির্ধারিত ২৭৫ জনের বিপরীতে অতিরিক্ত ৮২ জন।

[৪] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত ৭০৫ বেডের বিপরীতে অতিরিক্ত ৪৬ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত ২৬৩ বেডের বিপরীতে অতিরিক্ত ৮১ জন আর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্ধারিত ২৮৭ বেডের বিপরীতে অতিরিক্ত দুই জন অতিরিক্ত রোগী ভর্তি আছেন।

[৫] রাজধানী ঢাকায় বেসরকারি ল্যাব এইড হাসপাতালেও রয়েছেন অতিরিক্ত রোগী। এছাড়া ঢাকা বিভাগের মধ্যে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালে নির্ধারিত বেডের অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন।

[৬] চট্টগ্রামের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল, ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁদপুর জেনারেল হাসপাতাল, কুমিল্লা জেনারেল হাসপাতাল, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরগুনা জেলা সদর হাসপাতাল, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়