মাসুদ আলম: [২] পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় সাতদিন ও চাঁদাবাজির মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালত চারদিন করে আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।
[৩] গত ৩০ জুলাই গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে গুলশান থানায় দুটি ও পল্লবী থানায় দুটি মামলা করা হয়।