শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বদরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া ফুলমতিকে হত্যা, গ্রেপ্তার ১

আফরোজা সরকার: [২] রংপুরের বদরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রসা ছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেন শাখাওয়াত হোসেন। আহত অবস্থায় ওই মাদ্রাসা ছাত্রীকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রচুর রক্তক্ষরণ ও মারাত্মক জখম হওয়ায় চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ওই মাদ্রাসার ছাত্রী ফুলতির গতকাল ভোর ৪টায় মৃত্যু হয় ।

[৩] এঘটনার পর বদরগঞ্জ থানা পুলিশ নড়েচড়ে বসেন এবং আসামিকে গ্রেফতারে তৎপরতা অব্যাহত রেখেন, আজ ভোরে গাজীপুর জেলার কালিয়াকুর থানা এলাকা থেকে আসামী শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়।

[৩] এর আগে গত বুধবার (২৮ জুলাই) প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে শাখাওয়াত হোসেন। ওই যুবক ফুলতির বড় বোনের শ্বশুড়বাড়ির আত্নীয়তার সূত্রে বোনের দেবর হয়। সেই কারনে শাখাওয়াত কে ফুলমতি চিনতো। তারমিনা আক্তার ওরফে ফুলতি লোহানীপাড়া দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার তোয়াব আলীর মেয়ে। বুধবার (২৮ জুলাই) তার বিয়ের অনুষ্ঠান আয়োজনের কথা শুনে ক্ষুদ্ধ শাখাওয়াত ওই দিন ভোরে মিঠাপুকুর থেকে বদরগঞ্জে গিয়ে ফুলতিকে ছুরিকাঘাত করেছে ।

[৪] মেয়েটির মামা নূর আলম বলেন, আমি গত ২৯ জুলাই মেয়েটির মামা বাদী হত্যাচেষ্টা মামলা দায়ের করেছি, আমার ভাগ্নি একজন সরল সহজ এবং নিরীহ মেয়ে ছিলেন, তাকে এভাবে ছুরিকাঘাত করা হয়েছে।

[৫] গুরুতর আহত অবস্থায় ফুলমতিকে গত বুধবার ভর্তি করা হয়েছিল। সেখানে চারদিন ধরে চিকিৎসা দেয়া হয়। কিন্তু প্রচুর রক্তক্ষরণ ও মারাত্মক জখম হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। আজ পুলি তাকে গ্রেপ্তার হরেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

[৬] বদরগঞ্জ থানার পুলিশ পরির্দশক আরিফ আলী বলেন , ২৮ তারিখ ঘটনার পর থেকে অভিযুক্ত শাখাওয়াত পলাতাক ছিলেন। হাসপাতালে ফুলমতি মারা যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

[৭] এই আভিযানে আমার সাথে ছিলেন, মামলার তদান্তকারী কর্মকর্তা এসআই আহসান হাবিব, এইআই সাদ্দাম। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতার করা সম্ভব হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদের পর , পর আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়