নিজস্ব প্রতিবেদক : [২] ইনজুরির কারনে বাংলাদেশ সফরে আসতে পারেননি অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অবশেষে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর একদিন আগে নতুন অজি অধিনায়কের নাম ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দিবেন ম্যাথু ওয়েড।
[৩] আজ সোমবার (২ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েড অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
[৪] ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের ফোকাসের পরিবর্তন করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামার আগে ক্রিকেট থেকে দীর্ঘ বিরতিতে ছিলাম। যার প্রভাব পড়েছিল। বেশ কয়েকটি ম্যাচ খেলে এখানে এসেছি। এখানের স্পিনিং কন্ডিশনে গতকাল (রোববার) আমরা প্রস্তুতি সেরেছি। আশাকরি ভালো কিছু হবে।
[৫] বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড : ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, বেন মেকডেরমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও নাথান এলিস।
[৬] উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (৩ আগস্ট) শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় নামবে দল দুটি।