সালেহ্ বিপ্লব: [২] বৃহস্পতিবার আরব সাগরের ওমান উপকূলে ওই হামলায় দুজন নিহত হন। তাদের একজন ব্রিটেনের নাগরিক, অন্যজন রোমানিয়ার। বিবিসি
[৩] লন্ডনভিত্তিক জোডেইক মেরিটাইম এই জাহাজটি পরিচালনা করে। ইসরায়েলি মালিকানাধীন কোম্পানিটি জানিয়েছে, হামলার নেপথ্যে কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে।
[৪] তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী ইয়ার লেপিড বলেছেন, এই হামলা ইরানি সন্ত্রাসবাদের অংশ। এটি শুধু ইসরায়েলের সমস্যা নয়। এই পরিস্থিতিতে বিশ্ব চুপ থাকতে পারে না।
[৫] যুক্তরাজ্যও বলেছে, ওই হামলার আদ্যোপান্ত জানার জোর চেষ্টা চলছে।
[৬] ইসরায়েলের অভিযোগের ব্যাপারে ইরান এখনো কোনো মন্তব্য করেনি। ওমানও নিশ্চুপ।