শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৮:২০ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় বন্যা

সমীরণ রায়: [২] আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টিপাত কমতে থাকবে।

[৩] আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, সারাদিন ঢাকায় মেঘলা আকাশ থাকার পাশাপাশি মাঝে মধ্যে হালকা বৃষ্টিপাত হয়েছে। সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের ফলে ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।

[৪] ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কোথাও কোথাও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বন্যার কারণে সড়ক যোগাযোগ ভেঙে পড়েছে কক্সবাজারের চকরিয়ায়। এতে পৌরসভার প্রায় ৮০ শতাংশ এলাকা পানির নিচে। পানির উচ্চতা ১০ ফুট। তলিয়ে গেছে প্রায় ২০ হাজার একর চিংড়িঘের ও পুকুর। বাগেরহাটে টানা বৃষ্টিতে ডুবে গেছে সাড়ে ১৬ হাজার চিংড়িঘের ও পুকুর। টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালীতে।

[৫] বাগেরহাট প্রতিনিধি জানান, কয়েক হাজার চিংড়িঘের ও পুকুর ডুবে গেছে। তিন দিনের টানা বৃষ্টিতে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন চিংড়িচাষিরা।

[৬] শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, অস্বাভাবিক পানি বাড়ার ফলে পদ্মা উত্তাল হয়ে উঠেছে। দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

[৭] শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, ভারি বর্ষণে মাছের ঘের তলিয়ে গেছে। এতে ৩০-৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

[৮] বান্দরবান প্রতিনিধি জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলায় বৃষ্টি হওয়ায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়