সাকিবুল আলম: [২] বৃহস্পতিবারে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পেনসিলভেনিয়ার বেনসালেমে একটি টর্নেডো আঘাত হানে। এছাড়াও ডেলওয়ার ও ওয়াইসেনবার্গেও টর্নেডো আঘাত হেনেছে। এবিসি নিউজ
[৩] বেনসালেম পুলিশ বিভাগের জননিরাপত্তা বিষয়ক পরিচালক ফ্রেড হ্যারেন বলেন, টর্নেডোটি নেশামিনি বিপণি বিতানের কাছে, ওল্ড লিঙ্কন হাইওয়ে করিডর স্পর্শ করে চলে যায়।
তিনি আরো বলেন, এটি একটি প্রলয়ংকারী টর্নেডো। এর কারণে এলাকাটিতে অবকাঠামোগত ক্ষয়-ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর এখনো টর্নেডোটি সম্পর্কে বিস্তাারিত জানতে পারেনি। নিউজ ব্রেক
[৪] স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এ টর্নেডোর কারণে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। তবে এখনো পর্যন্ত মৃত্যু হয়নি কারো। সম্পাদনা: সুমাইয়া ঐশী