মোহাম্মদ হোসেন: [২] চট্টগ্রামের হাটহাজারী উপজেলা বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
[৩] বৃহস্পতিবার (২৯ জুলাই) থেকে এ সব স্থানে ঝুঁকিপূর্ণ বসতিদের নিয়ে আসছেন উপজেলা প্রশাসন। সেখানে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।
প্রচুর বৃষ্টি পাহাড় ধসের আশঙ্কা ঝুঁকিপূর্ণ বসতীদের নিরাপদ স্থানে সরিয়ে যেতে এবং উপজেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্রগুলোতে চলে আসার জন্য বলা হলেও
কিন্তু অনেকেই এসব পরামর্শ মানছে না। করোনাভাইরাস মহামারির মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সব আশ্রয়কারীদের
খাবার ও চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে এবার বেশ আগেভাগেই তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন।
[৪] হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন, এসব পাহাড়ে যাতে দুর্ঘটনা না ঘটে তাই মাইকিং করা হচ্ছে। লোকজনকে সরিয়েও নেয়া হচ্ছে।
[৫] উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মনাই ত্রিপুরা পল্লীসহ কয়েকটি পরিবারকে ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা নেয়া হচ্ছে। ঝুঁকি এড়াতে কয়েকটি পাহাড়ে মাইকিং করছে উপজেলা প্রশাসন। তবে মাইকিং করেও ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে অথবা কয়েকটি শিক্ষপ্রতিষ্ঠানে আশ্রয় নিতে বলা হলেও অনেকে তা মান্য করেনি। সম্পাদনা: হ্যাপি