শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৪:১৭ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধস আতঙ্কে নির্ঘুম রাত, প্রাণহানি ঠেকাতে তৎপর উপজেলা প্রশাসন

মোহাম্মদ হোসেন: [২] চট্টগ্রামের হাটহাজারী উপজেলা বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৯ জুলাই) থেকে এ সব স্থানে ঝুঁকিপূর্ণ বসতিদের নিয়ে আসছেন উপজেলা প্রশাসন। সেখানে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।
প্রচুর বৃষ্টি পাহাড় ধসের আশঙ্কা ঝুঁকিপূর্ণ বসতীদের নিরাপদ স্থানে সরিয়ে যেতে এবং উপজেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্রগুলোতে চলে আসার জন্য বলা হলেও
কিন্তু অনেকেই এসব পরামর্শ মানছে না। করোনাভাইরাস মহামারির মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সব আশ্রয়কারীদের
খাবার ও চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে এবার বেশ আগেভাগেই তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন।

[৪] হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন, এসব পাহাড়ে যাতে দুর্ঘটনা না ঘটে তাই মাইকিং করা হচ্ছে। লোকজনকে সরিয়েও নেয়া হচ্ছে।

[৫] উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মনাই ত্রিপুরা পল্লীসহ কয়েকটি পরিবারকে ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা নেয়া হচ্ছে। ঝুঁকি এড়াতে কয়েকটি পাহাড়ে মাইকিং করছে উপজেলা প্রশাসন। তবে মাইকিং করেও ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে অথবা কয়েকটি শিক্ষপ্রতিষ্ঠানে আশ্রয় নিতে বলা হলেও অনেকে তা মান্য করেনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়