শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৪:১৭ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধস আতঙ্কে নির্ঘুম রাত, প্রাণহানি ঠেকাতে তৎপর উপজেলা প্রশাসন

মোহাম্মদ হোসেন: [২] চট্টগ্রামের হাটহাজারী উপজেলা বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৯ জুলাই) থেকে এ সব স্থানে ঝুঁকিপূর্ণ বসতিদের নিয়ে আসছেন উপজেলা প্রশাসন। সেখানে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।
প্রচুর বৃষ্টি পাহাড় ধসের আশঙ্কা ঝুঁকিপূর্ণ বসতীদের নিরাপদ স্থানে সরিয়ে যেতে এবং উপজেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্রগুলোতে চলে আসার জন্য বলা হলেও
কিন্তু অনেকেই এসব পরামর্শ মানছে না। করোনাভাইরাস মহামারির মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সব আশ্রয়কারীদের
খাবার ও চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে এবার বেশ আগেভাগেই তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন।

[৪] হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন, এসব পাহাড়ে যাতে দুর্ঘটনা না ঘটে তাই মাইকিং করা হচ্ছে। লোকজনকে সরিয়েও নেয়া হচ্ছে।

[৫] উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মনাই ত্রিপুরা পল্লীসহ কয়েকটি পরিবারকে ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা নেয়া হচ্ছে। ঝুঁকি এড়াতে কয়েকটি পাহাড়ে মাইকিং করছে উপজেলা প্রশাসন। তবে মাইকিং করেও ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে অথবা কয়েকটি শিক্ষপ্রতিষ্ঠানে আশ্রয় নিতে বলা হলেও অনেকে তা মান্য করেনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়