আরিফুল ইসলাম: [২] টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
[৩] শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার একটি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
[৪] বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ভূঞাপুর উপজেলার সাবলকুরা এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন আগে করোনায় আক্রান্ত সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ তার শরীরে করোনা শনাক্ত হয়।
[৫] বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল হালিম ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের দুই দুই বারের চেয়ারম্যান। এছাড়া উপজেলার বিভিন্ন অবকাঠামো নির্মানে পালন করেছেন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, ছিলেন জেলা বার সমিতি’র সাবেক সভাপতি ।এছাড়াও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। সম্পাদনা: হ্যাপি