জিয়া উদ্দিন: [২] বরগুনার আমতলীতে অতিবর্ষণে ভয়াবহ জলাবন্ধতা দেখা দিয়েছে। পানির নীচে আউশের ধান ক্ষেত ও আমনের বীজতলা। তলিয়ে গেছে ৬ হাজার ৪৫টি পুকুর ও মাছের ঘের। উপড়ে পরেছে সহস্রাধিক বিভিন্ন প্রজাতির গাছপালা।
[৩] উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, গত ৩ দিনে ২’শ ৬২ মিলিমিটার বৃষ্টিপাত বেকর্ড করা হয়েছে বলে কলাপাড়া আবহাওয়া অফিস সুত্রে জানাগেছে। বিরামহীন বৃষ্টিপাতে আমতলী উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে উপজেলায় ছয় হাজার ৪৫ টি পুকুর ও মাছের ঘের। এতে এক কোটি টাকার ক্ষতি হবে।
[৪] এক হাজার ৯’শ ২৯ হেক্টর আমনের বীজতলা এবং ১০ হাজার ৫’শ হেক্টর আউশ ধানের ক্ষেত তলিয়ে গেছে বলে জানান কৃষি অফিসার সিএম রেজাউল করিম। মাটি আগলা হয়ে অত্যান্ত এক হাজার বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পরেছে।
[৫] আমতলীর পুঁজাখোলার মাছ চাষী আমির হোসেন বলেন, ৩ একর জমির মাছের ঘেরে প্রায় ৫ লক্ষ টাকার মাছ চলে গেছে। সম্পাদনা: হ্যাপি