শিরোনাম
◈ লুৎফুজ্জামান বাবর দম্পতির স্বর্ণ ১৪০ ভরি, নগদ ও ব্যাংকে আছে ২০ কোটি টাকা ◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০১:১১ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীমের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাবা-মা

ডেস্ক রিপোর্ট : শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১৯৪ রানের লক্ষ্যে ফিনিশার হিসেবে কাজ করেন চাঁদপুরের কৃতিসন্তান শামীম পাটোয়ারী। দুর্দান্ত ব্যাটিংয়ে চার বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন তিনি। নিজে করেন ১৫ বলে ৩১ রান। জাগোনিউজ

সারাদেশের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ম্যাচটি দেখতে টিভির পর্দার সামনে বসে ছিল শামীমের পরিবার। ছেলের এমন কৃতিত্বে উল্লাসিত তার বাবা-মা। তারা দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে শামীম পাটোয়ারীর বাবা আবদুল হামিদ পাটোয়ারী বলেন, ছেলের এমন কৃতিত্বে সত্যিই আনন্দিত।

তিনি বলেন, ‘একসময় ছেলেকে খেলাধুলা থেকে দূরে রাখতে চেষ্টা করেছি কিন্তু সে এখন ক্রিকেটের মাধ্যমে আমার এবং আমার দেশের নাম সুনাম করছে। এটা একজন পিতা হিসেবে আমার জন্য গর্বের। আমি পুরো দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই যেন সে ভবিষ্যতেও জাতীয় দলের হয়ে দেশের জন্য আরও ভালো কিছু করতে পারে।’

মা রিনা বেগম জাগো নিউজকে বলেন, খেলা শুরুর প্রথম থেকেই টিভির সামনে বসে আছি। ছেলের জন্য আল্লাহর কাছে শুধু প্রার্থনা করেছি। ছেলের হাতে জয়সূচক রান আসায় খুবই আনন্দিত। আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন দেশের জন্য আরও ভালো কিছু করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়