শিরোনাম
◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০১:১১ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীমের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাবা-মা

ডেস্ক রিপোর্ট : শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১৯৪ রানের লক্ষ্যে ফিনিশার হিসেবে কাজ করেন চাঁদপুরের কৃতিসন্তান শামীম পাটোয়ারী। দুর্দান্ত ব্যাটিংয়ে চার বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন তিনি। নিজে করেন ১৫ বলে ৩১ রান। জাগোনিউজ

সারাদেশের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ম্যাচটি দেখতে টিভির পর্দার সামনে বসে ছিল শামীমের পরিবার। ছেলের এমন কৃতিত্বে উল্লাসিত তার বাবা-মা। তারা দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে শামীম পাটোয়ারীর বাবা আবদুল হামিদ পাটোয়ারী বলেন, ছেলের এমন কৃতিত্বে সত্যিই আনন্দিত।

তিনি বলেন, ‘একসময় ছেলেকে খেলাধুলা থেকে দূরে রাখতে চেষ্টা করেছি কিন্তু সে এখন ক্রিকেটের মাধ্যমে আমার এবং আমার দেশের নাম সুনাম করছে। এটা একজন পিতা হিসেবে আমার জন্য গর্বের। আমি পুরো দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই যেন সে ভবিষ্যতেও জাতীয় দলের হয়ে দেশের জন্য আরও ভালো কিছু করতে পারে।’

মা রিনা বেগম জাগো নিউজকে বলেন, খেলা শুরুর প্রথম থেকেই টিভির সামনে বসে আছি। ছেলের জন্য আল্লাহর কাছে শুধু প্রার্থনা করেছি। ছেলের হাতে জয়সূচক রান আসায় খুবই আনন্দিত। আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন দেশের জন্য আরও ভালো কিছু করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়