শিরোনাম
◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০১:১১ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীমের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাবা-মা

ডেস্ক রিপোর্ট : শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১৯৪ রানের লক্ষ্যে ফিনিশার হিসেবে কাজ করেন চাঁদপুরের কৃতিসন্তান শামীম পাটোয়ারী। দুর্দান্ত ব্যাটিংয়ে চার বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন তিনি। নিজে করেন ১৫ বলে ৩১ রান। জাগোনিউজ

সারাদেশের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ম্যাচটি দেখতে টিভির পর্দার সামনে বসে ছিল শামীমের পরিবার। ছেলের এমন কৃতিত্বে উল্লাসিত তার বাবা-মা। তারা দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে শামীম পাটোয়ারীর বাবা আবদুল হামিদ পাটোয়ারী বলেন, ছেলের এমন কৃতিত্বে সত্যিই আনন্দিত।

তিনি বলেন, ‘একসময় ছেলেকে খেলাধুলা থেকে দূরে রাখতে চেষ্টা করেছি কিন্তু সে এখন ক্রিকেটের মাধ্যমে আমার এবং আমার দেশের নাম সুনাম করছে। এটা একজন পিতা হিসেবে আমার জন্য গর্বের। আমি পুরো দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই যেন সে ভবিষ্যতেও জাতীয় দলের হয়ে দেশের জন্য আরও ভালো কিছু করতে পারে।’

মা রিনা বেগম জাগো নিউজকে বলেন, খেলা শুরুর প্রথম থেকেই টিভির সামনে বসে আছি। ছেলের জন্য আল্লাহর কাছে শুধু প্রার্থনা করেছি। ছেলের হাতে জয়সূচক রান আসায় খুবই আনন্দিত। আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন দেশের জন্য আরও ভালো কিছু করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়