শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০১:১১ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীমের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাবা-মা

ডেস্ক রিপোর্ট : শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১৯৪ রানের লক্ষ্যে ফিনিশার হিসেবে কাজ করেন চাঁদপুরের কৃতিসন্তান শামীম পাটোয়ারী। দুর্দান্ত ব্যাটিংয়ে চার বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন তিনি। নিজে করেন ১৫ বলে ৩১ রান। জাগোনিউজ

সারাদেশের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ম্যাচটি দেখতে টিভির পর্দার সামনে বসে ছিল শামীমের পরিবার। ছেলের এমন কৃতিত্বে উল্লাসিত তার বাবা-মা। তারা দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে শামীম পাটোয়ারীর বাবা আবদুল হামিদ পাটোয়ারী বলেন, ছেলের এমন কৃতিত্বে সত্যিই আনন্দিত।

তিনি বলেন, ‘একসময় ছেলেকে খেলাধুলা থেকে দূরে রাখতে চেষ্টা করেছি কিন্তু সে এখন ক্রিকেটের মাধ্যমে আমার এবং আমার দেশের নাম সুনাম করছে। এটা একজন পিতা হিসেবে আমার জন্য গর্বের। আমি পুরো দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই যেন সে ভবিষ্যতেও জাতীয় দলের হয়ে দেশের জন্য আরও ভালো কিছু করতে পারে।’

মা রিনা বেগম জাগো নিউজকে বলেন, খেলা শুরুর প্রথম থেকেই টিভির সামনে বসে আছি। ছেলের জন্য আল্লাহর কাছে শুধু প্রার্থনা করেছি। ছেলের হাতে জয়সূচক রান আসায় খুবই আনন্দিত। আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন দেশের জন্য আরও ভালো কিছু করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়