ইউসুফ মিয়া: [২] রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার এম, এম, শাকিলুজ্জামানের সার্বিক নির্দেশনায় এবং রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ জনাব মো. শাহাদাত হোসেনের সার্বিক তত্বাবধানে এস আই হিরণ কুমার বিশ্বাস ও সংগীয় এ, এস, আই অনুপ চন্দ্র সরকারের নেতৃত্বে দাদশীর আগমারাই গ্রামে অভিযান চালিয়ে দাদশী ইউনিয়নের গ্রাম পুলিশের ছেলে মাদক ব্যবসায়ী রিয়াজ তফাদারকে ১০০পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশের একটি টিম।
[৩] রবিবার (২৫ জুলাই) বিকালের সময় রাজবাড়ী থানাধীন দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রিয়াজ তফাদার (২৪) পিতা তৌহিদ তফাদার, সাং- আগমারাই থানা ও জেলা রাজবাড়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের অনুমান বাজার মূল্য ৩০ হাজার টাকা।
[৪] আসামি রিয়াজের বিরুদ্ধে গত বছরের ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা একটা মাদক মামলা ছিলো। আসামি রিয়াজের বিরুদ্ধে আরো একটি মাদকদ্রব্য আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। রাজবাড়ী সদর থানার এসআই হিরন কুমার বিশ্বাস বলেন, রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের তৌহিদ তফাদার একজন গ্রাম পুলিশের চাকুরি করেনই সাহস খাটিয়ে তার ছেলে রিয়াজ তফাদার দির্ঘদিন এলাকার উঠতি বয়সের ছেলেদেরকে দিয়ে আইনের ছোখে ফাঁকি দিয়ে শহরের বিভিন্নস্থানে মাদক বিক্রি করতো আমরা রাজবাড়ী মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে জেলার কোনস্খানেই মাদকের গন্ধ পেলেই আভিযান করেই মাদক কারবারিদেরকে গ্রেপ্তারের হুকুম দিয়েছেন। আমরা স্যারের নির্দেশ মোতাবেক কাজ করছি।