শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৮:৪৬ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় ৯৬ জনের মৃত্যু

হ্যাপি আক্তার: [২] করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  ডিবিসি নিউজ, যমুনা টিভি

** চট্টগ্রাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৭৪ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৩০১ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৫৬২ জনে।

শনিবার (২৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

** রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। জাগোনিউজ২৪

** ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

** কুষ্টিয়া: গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৩ এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।  শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (২৪ জুলাই) শনিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

** বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (করোনা ইউনিট) করোনার ওয়ার্ড ও আইসোলেশন ওয়ার্ডে ৩০০ জন রোগী ভর্তি আছে। গত ২৪ ঘন্টায় আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন ও করোনা ওয়ার্ডে একজনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশালের আরটি-পিসিয়ার ল্যাবে ১৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫২ শতাংশ। আরটিভি নিউজ

** সাতক্ষীরা: করোন ও উপসর্গে সাতক্ষীরায় ৪ জন মারা গেছেন।

** খুলনা: খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দেশ রূপান্তর

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একদিনে করোনা পজেটিভ হয়ে আরও চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫৫ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ৩২.৮৩ শতাংশ।

শনিবার (২৪ জুলাই) এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

বগুড়া: বগুড়ার তিনটি হাসপাতালের ক‌রোনা ইউনিটে ২৪ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গে‌ছেন আরও ১৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ক‌রে ক‌রোনা শনাক্ত হ‌য়ে‌ছে ১৪৪ জনের। একই সময়ে সুস্থ হ‌য়ে‌ছেন ১৩৬ জন।

শ‌নিবার (২৪ জুলাই) বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এই তথ‌্য জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়