হ্যাপি আক্তার: [২] করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ডিবিসি নিউজ, যমুনা টিভি
** চট্টগ্রাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৭৪ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৩০১ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৫৬২ জনে।
শনিবার (২৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
** রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। জাগোনিউজ২৪
** ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
** কুষ্টিয়া: গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৩ এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (২৪ জুলাই) শনিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
** বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (করোনা ইউনিট) করোনার ওয়ার্ড ও আইসোলেশন ওয়ার্ডে ৩০০ জন রোগী ভর্তি আছে। গত ২৪ ঘন্টায় আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন ও করোনা ওয়ার্ডে একজনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বরিশালের আরটি-পিসিয়ার ল্যাবে ১৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫২ শতাংশ। আরটিভি নিউজ
** সাতক্ষীরা: করোন ও উপসর্গে সাতক্ষীরায় ৪ জন মারা গেছেন।
** খুলনা: খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দেশ রূপান্তর
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একদিনে করোনা পজেটিভ হয়ে আরও চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫৫ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ৩২.৮৩ শতাংশ।
শনিবার (২৪ জুলাই) এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
বগুড়া: বগুড়ার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন ১৩৬ জন।
শনিবার (২৪ জুলাই) বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান।