সাইদুল ইসলাম, লন্ডন থেকে: [২] "এসএমই নিউজ গ্রেটার লন্ডন এন্টারপ্রাইজ এওয়ার্ড ২০২১" পুরস্কারটি প্রতিবছর আয়োজন করে মেইনস্ট্রিম ওরগানাইজেশন এ১ গ্লোবাল মিডিয়া লিমিটেড। মূল ধারার সংবাদ প্রকাশ , করোনাভাইরাস মহামারী চলাকালীন অনুসন্ধানী প্রতিবেদন এবং সর্বশেষ আপডেট খবর প্রকাশের মাধ্যমে বাংলা সংলাপ রাজধানী লন্ডনে জাতিকে অনুপ্রেরণা যুগিয়েছে । এই সব দিক বিবেচনায় নিয়ে বাংলা সংলাপকে এই এওয়ার্ড প্রদান করা হয় ।
[৩] এওয়ার্ড প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও বলা হয় মহামারী দ্বারা সৃষ্ট বিভিন্ন সমস্যা ও চাপ সত্ত্বেও আপনার অধ্যবসায় এবং উৎসর্গের প্রমাণ হিসাবে আমরা রাজধানীতে সমৃদ্ধ উদীয়মান এথনিক নিউজ মিডিয়া প্রকাশনা হিসেবে আপনার অনন্য অবদানকে স্বীকৃতি দিতে পেরে আনন্দিত ।
[৪] উল্লেখ্য সাংবাদিক মোঃ মশাহিদ আলী সম্পাদিত বাংলা সংলাপ ব্রিটেনের একমাত্র এথনিক সংবাদ পত্র যা মূল ধারার সংবাদ প্রকাশ করে থাকে । ২০১০ সালে ইস্ট লন্ডন থেকে পত্রিকাটির যাত্রা শুরু হয় , সেই থেকে সৎ , সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এক অনন্য অবদান রেখে আসছে বাংলা সংলাপ । ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি ও বেড়ে উঠা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পত্রিকাটি বাংলা ও ইংলিশ সহ দুটি ভাষায় প্রকাশিত হয় ।
[৫] করোনাভাইরাস মহামারী চলাকালীন বাংলা সংলাপ ব্রিটিশ বাংলাদেশি ৫ লাখ কমিউনিটি মানুষকে ভ্যাকসিন প্রদানে অনুপ্রাণিত করেছে । সেই সাথে জনসচেতনতা সৃষ্টিতে পত্রিকাটি ছিল সব সময় সামনের সারিতে। কোভিড সম্পর্কিত ব্রিটিশ সরকারের যেকোন মেসেজ প্রকাশে বাংলা সংলাপ ছিল সোচ্ছার । পত্রিকাটি কমিউনিটি মানুষের মধ্যে ফ্রি মাস্ক , হেন্ড সেন্ট্রিলাইজার সহ পিপিই বিতরণ করে কমিউনিটি মানুষকে সহযোগিতা করে আসছে ।
[৬] সম্পাদক এবং ডাইরেক্টর মোঃ মশাহিদ আলী বলেন, যেকোন ভাল কাজে যদি সৎ উদ্দেশ্য এবং স্থির একটি লক্ষ থাকে তাহলে সেই কাংখিত সাফল্যে পৌছা অসম্ভব কিছু নয় । এ১ গ্লোবাল মিডিয়া একটি মেইনস্ট্রিম ওরগানাইজেশন । প্রতিষ্ঠানটি আমাদের কাজের স্বৃকিতি প্রদান করেছে ,তাই আমরা তাদের কাছে কৃতজ্ঞ। দীর্ঘ ১১ বছর যাবৎ বাংলা সংলাপ কমিউনিটির পাশে ছিল ,আগামীতেও যেকোন সংকটময় মুহূর্তে পাশে থাকবে।