সনত চক্রবর্ত্তী: [২] ফরিদপুরের সালথায় পাট কাটার পর এবার পাটের আঁশ ছাড়ানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষীরা।
[৩] উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, পাট উৎপাদনে ফরিদপুরের সালথা উপজেলা অন্যতম। উপজেলার মোট আয়তন ১৮৫.১২ বর্গ কিলোমিটার। মোট আবাদী জমি ১৩ হাজার ৪শ’ ৪২ হেক্টর। এবার সালথায় ১২ হাজার ১শ’ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে।
[৪] উপজেলার কয়েকজন পাট চাষীর সাথে কথা বলে জানাগেছে অতি বৃষ্টির কারণে উপজেলার নিম্নাঞ্চলে পানি জমে যাওয়ায় সময়ের আগেই পাট কাটার কাজ শুরু করা হয়। যার কারণে ফলন আগের চেয়ে কম হবে। একদিকে পাটের ফলন কমন অন্যদিকে পাটের বাজার মুল্যে প্রতিমন ২২শ' টাকা থেকে ২৫শ' টাকা। সেজন্য লাভের কোন সম্ভাবনা নাই। যদি পাটের দাম প্রতিমন ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার হতো তাহলে কৃষকের কিছুটা লাভ হতো।সম্পাদনা:অনন্যা আফরিন