রাকিবুল আবির: [২] পেগাসাসের ফাঁদের সাথে জড়িত আছে সরকার, এমন মন্তব্য করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমুলের এই নেত্রীর দাবী, পেগাসাসের মাধ্যমে নজড়দারি রাষ্ট্র তৈরি করতে চায় কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি বিরোধী নেতাদের পেগাসাস ফাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আবেদন জানান তিনি। আনন্দবাজার
[৩] বুধবার একটি ভার্চুয়াল সমাবেশে মমতা বলেন, কেন্দ্রের নির্দেশে পেগাসাস ফাঁদের মাধ্যমে আমার ফোনেও নজরদারি চালানো হচ্ছে। আমি বিভিন্ন মানুষ ও নেতা-নেত্রীদের সাথে কথা বলি, যারা ইতোমধ্যে পেগাসাসের ফাঁদে পড়েছেন। এর অর্থ হলো, আমার ফোনেও চালানো হচ্ছে নজরদারি।
[৪] পেগাসাসের ফাঁদ থেকে বাঁচার জন্য নিজের ফোনের ক্যামেরা স্টিকিং প্লাস্টার দিয়ে ঢেকে দেন মমতা। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, কেন্দ্রীয় সরকারকেও প্লাস্টার লাগিয়ে দিতে হবে। সম্পাদনা : রাশিদ