[১] দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১২৭ জন
জেরিন আহমেদ: [২] জেলা সিভিল সার্জন অফিস থেকে পাওয়া সর্বশেষ ২৪ ঘণ্টার করোনা রিপোর্টে এ খবর জানা গেছে।
[৩] সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন মারা গেছেন। তাদের করোনা উপসর্গ ছিলো।
[৪] একই সময়ে রাজশাহীতে মারা গেছেন ২২ জন। বরিশাল ১০ ও কুষ্টিয়ায় ১৪ জন।
[৫] খুলনায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে নিয়ে ৮ জন রোগীর মৃত্যু হয়েছে।
[৬] বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় মারা গেছে ১০ জন।
[৭] ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে।
[৮] দিনাজপুরের ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।
[৯] ঠাকুরগাঁওয়ে করোনায় গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু।
[১০] ফরিদপুরে করোনা ও উপসর্গে ১৯জনের মৃত্যু হয়েছে।