শিরোনাম
◈ নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদনের সুযোগ বাংলাদেশ থেকে ◈ ও‌য়েস্ট ইন্ডি‌জের বিরু‌দ্ধে ৩-০ তে সিরিজ জিতবে বাংলাদেশ, বল‌ছেন স্পিন বো‌লিং কোচ মুশতাক ◈ নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ ◈ আমিই ৩৫০ আফগান পরিবারের দেখভাল করি! পা‌কিস্তা‌নে রশিদ খান‌দের না খেলায় ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি ◈ বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে নামা‌নো হ‌লো ১৪ বছ‌রের ক্রিকেটার সূর্যবংশী‌কে ◈ ট্রাম্প‌কে আয়াতুল্লাহ খামেনেয়ী, অন্য দেশে হস্তক্ষেপের পরিবর্তে নিজ দেশে লাখো জনতার ক্ষোভ প্রশমন করুন  ◈ চুক্তিতে না এলে চীনা পণ্যে উচ্চ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের ◈ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শুরু ◈ বিদেশ থেকে বছরে ১০০ গ্রাম স্বর্ণ আনা যাবে শুল্ক ছাড়া ◈ নির্মল বাতাসের স্বীকৃতি পাওয়া রাজশাহী এখন দেশের বায়ুদূষণে শীর্ষে

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ১১:৩২ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২১, ১১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোকানপাট খোলা থাকলেও ক্রেতা শূন্য, কেনাবেচায় হতাশ বিক্রেতারা

মিনহাজুল আবেদীন: [২] রাজধানীর বেশিরভাগ দোকানগুলোতে ক্রেতার ভিড় এবং বেচাকেনা নেই। দোকানিরা তাদের দোকান খুলে সব কিছু সাজিয়ে রাখলেও বিক্রি কম। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হলেও অন্যান্য শপিং মলে স্বাস্থ্যবিধি উপেক্ষিত।

[৩] সরেজমিনে দেখা যায়, গেন্ডারিয়া, গুলিস্তান ও রাজধানী মার্কেটের সব দোকান-পাট খোলা থাকলেও মানুষের সমাগম নেই। বেশিরভাগ দোকানি মাথায় হাত দিয়ে বসে আছেন।

[৪] দোকানদার সুজন মাহমুদ বলেন, এইভাবে মাত্র পাঁচদিনের লকডাউন উঠে দোকান খোলা রাখায় বেশি ক্ষতি হয়েছে। আমাদের বিক্রি তো হচ্ছেই না বরং নিজেদের শ্রম আর দোকানের বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে।

[৫] এদিকে ধানমন্ডির হকার্স ও নিউ মাকের্টে একই অবস্থা। সব দোকান-পাট খোলা থাকলেও ক্রেতা নেই, বিক্রিও হচ্ছে না।

[৬] দোকানদার সজল মিয়া বলেন, এইভাবে দোকানপাট খোলায় কোনো লাভই হয়নি। বরং আরো লস হয়েছে যা পুঁজি ছিলো তা নষ্ট হয়েছে। দুই একজন ক্রেতা আসলেও তারা সঠিক দাম তো বলছে না। তাদের কাছে কম দামে পোশাক বিক্রি করতে হচ্ছে।

[৭] ক্রেতা সুমন হাসান বলেন, এভাবে লকডাউন দিয়ে সাধারণ মানুষ ও দেশের ক্ষতি করে লাভ নেই। টিকা দিয়ে লকডাউন শিথিল করে দেয়া উচিত। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়