শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাপাসিয়ায় আক্রান্তের সংখ্যা হাজারে ছাড়ালো

আকরাম হোসেন:[২] গাজীপুরের কাপাসিয়ায় হাজার ছাড়ল করোনা সংক্রমন। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য মতে ৩ দিনে ২নারী ও এক পুরুষের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁরিয়েছে ৩০। একদিনে ২৯ জনের নমুনা পরিক্ষায় ৮ জন শনাক্ত হয়েছেন। মোট শনাক্ত হয়েছেন ১১১১ জন। ভয়াল রোপি করোনার সংক্রমন ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত গ্রাম এলাকয়। তবে লকডাউন সিথিল করায় মানুষ ভোলে গেছে স্বাস্থ্য বিধি।

[৩] গরুর বাজার গুলোতে নেই কোন সামাজিক দূরত্ব শপিংমল গুলোতে রয়েছে উপচেপড়া ভির বেশিরভাগের মুখে নেই মাক্স। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম সরকার জানান, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার সংক্রমিত হচ্ছে উপজেলার নতুন নতুন এলাকা। মানুষ স্বাস্থ্যবিধি না মানলে আক্রন্তের এই উর্ধগতি ও প্রানহানী ঠেকানো যাবেনা।

[৪] আমি সকলকে স্বাস্থ্য বিধি মোনে চলার জন্য বিশেষভাবে অনুরুধ করছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইছমত আরা বলেন, সংক্রমনের উর্ধ্বগতি সরকারের নির্দেশনা মোতাবেক নিয়ন্ত্রনের আপ্রান চেষ্টা করছি। মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্য বিধি অমান্নকারীদের স্বাস্থির আওতায় আনা হচ্ছে।

[৫] আক্রন্ত ব্যাক্তিদের খোঁজ খবর নেয়া হচ্ছে প্রয়োজনে খাবার ও ঔষদ বড়িতে পৌছে দেয়া হচ্ছে। উপজেলা এমটি ইপিআই রবিউজ্জামান রাজিব জানায়, উপজেলার অধিক সংক্রমিত এলাকাগুলো হচ্ছে, তরগাঁও, কাপাসিয়া সদর, টোক, দূর্গাপুর, চাঁদপুর ও রায়েদ তার সাথে নতুন করে যুক্ত হয়েছে সন্মানিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়