শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনায় সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

মো: সাগর আকন: [২] বেতাগীতে উপজেলার ৭ নং সরিষামুড়ি ইউনিয়নে নির্বাচনের জের ধরে ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনাউল ইসলাম টিটু (মেম্বার) কে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার (১৯জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে এঘটনা ঘটে। নিহত টিটু ভোরা গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে।

[৩] স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জালাল গাজীর ইটভাটা এলাকা থেকে বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দারের ভাই টিটু জোমাদ্দারের লোকজন নিহতের স্ত্রী শিল্পী বেগমের সামনে থেকে তুলে নিয়ে ছোট গৌরীচন্না এলাকায় পিটিয়ে হত্যার করেছে বলে অভিযোগ পাওয়া যায়।

[৪] প্রত্যক্ষদর্শী মো: বাইজিদ বোস্তামী জানান, আমার চাচা তার সম্মানীভাতা আনতে বেতাগী যাওয়ার পথে আমার চোখের সামনে আমার চাচা মেম্বারকে কালো মাইক্রো গাড়িতে আসা বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দারের ভাই টিটু জোমাদ্দারের তাকে জোরপূর্বক ১৫-২০ জন লোক ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার সময় আমার চাচা আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। পানি থেকে তুলে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলায় আঘাত করে। এতে সে নিস্তেজ হয়ে পড়ে। কালো মাইক্রো গাড়িতে করে বেশ কিছু লোকজন ওখান থেকে নিয়ে যায়।

[৫] আমরা বাধা দেয়ার চেষ্টা করলে আমাদেরকে ধাওয়া দিলে ওখান থেকে নিজেদেরর জীবন বাচাঁনোর জন‍্য পালিয়ে যাই। সেই সুযোগে তাকে ওখান থেকে নিয়ে যায়। আমিসহ বেশ কিছু লোকজন বিষয়টি নিজ চোখে দেখেছি।

[৬] পরবর্তীতে আমার চাচাকে সদরের ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকায় তাকে খুঁজে পাই। পরে আমরা সেখান থেকে চাচাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৭] বরগুনা পুলিশ সুপার মো: জাহাঙ্গীর মল্লিক বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়