সাকিবুল আলম: [২] আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হজ্জের গুরুত্বপূর্ণ ও পবিত্র জায়গাগুলো তদারকি করা হয়ে থাকে। এ বছরও আরবের মিনা এলাকায় সুষ্ঠু ও নিরাপদভাবে হজ্জ পালনের জন্য উন্নত প্রযুক্তি ও পর্যাপ্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ মৌসুমে হজ্জের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য হারে নারী কর্মকর্তাদের দেখা গেছে। আল আরাবিয়া
[৩] জাওয়াহার আল শামারি নামের একজন সৌদি নারী সামরিক কর্মকর্তা , এ বছর হজ্জ মৌসুমে নিরাপত্তা পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন। সৌদি আরবের বেসামরিক প্রতিরোধ বিষয়ক সাধারণ সচিবালয়ের অধীনে তার মতো বহু নারী কর্মকর্তা এ বছর হজ্জে নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
[৪] জাওয়াহার আল শামারি তার কাজের অভিজ্ঞতার কথা আল অরাবিয়াকে জানিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ ও মানবিক কাজটি করতে পেরে আমি খুবই গর্বিত। দেশ ও ধর্মের সেবা করার জন্যই আমি সামরিক বিভাগে যোগ দিয়েছি। আমার ধার্যকৃত কর্তব্যের মধ্যে রয়েছে, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা,অবকাঠামো নির্মাণ ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা। সম্পাদনা : রাশিদ