শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ১০:০৬ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ১০:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোরবানির পশুর চামড়া নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

সুজন কৈরী: [২] পশুর চামড়ার বাজার ধস নামাতে একটি মুনাফালোভী চক্র বা সিন্ডিকেট কারসাজি করার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে র‌্যাবের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। দেশের চামড়া যাতে ট্যানারিমুখী হয়, এ বিষয়ে র‌্যাবের নজরদারি থাকবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

[৩] রোববার পূর্বাচলে কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ ও গৃহীত নিরাপত্তা পরিদর্শন গিয়ে র‌্যাব মহাপরিচালক এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।

[৪] র‌্যাব ডিজি বলেন, আমরা ঈদ এলে মার্কেট, সাধারণ মানুষের ঈদযাত্রায় নিরাপত্তা ও কোরবানির পশুর চামড়া পাচার রোধসহ বিভিন্ন বিষয় দেখতাম। কিন্তু এবার ভিন্নমাত্রায় আমরা ঈদ উপযাপন করতে যাচ্ছি। পশুর হাটে আগতদের অনুরোধ করবো, আপনারা স্বাস্থ্যবিধি অনুসরণ করুন। বাজারে পশুর বেচাকেনা শুরু হয়েছে এবং পর্যাপ্ত পশু বাজারে আছে। আপনারা মাস্ক ব্যবহার করুন, সবার সঙ্গে স্যানিটাইজার রাখুন। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে পশু কেনাকাটা করুন। সবার সচেতনার মাধ্যমেই আমরা করোনাকে জয় করবো ইনশাল্লাহ।

[৫] জাল টাকা শনাক্তে র‌্যাবের বুথ স্থাপন করা হয়েছে জানিয়ে ‌র‌্যাব মহাপরিচালক বলেন, ঈদ এলেই গরুর হাটে জাল টাকার ছড়াছড়ি হয়ে থাকে। অনেক সময় দেখি, জাল টাকা দিয়ে একশ্রেণির প্রতারক চক্র মানুষকে ঠকানোর চেষ্টা করে। সে জন্য আমরা জাল টাকা শনাক্তকরণ মেশিন রেখেছি। অন্য ব্যাংকগুলোও জাল টাকা শনাক্তে মেশিন দিয়ে বুথ স্থাপন করেছে। কারও কোনো বিষয়ে সন্দেহ হলে র‌্যাবের সহযোগিতা নিন।

[৬] ইতিমধ্যে আমাদের অভিযানে বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, চট্টগ্রাম ও নাটোর থেকে প্রচুর জাল টাকা উদ্ধার হয়েছে। এটা সবাইকে প্যানিক করা জন্য বলছি না, টাকা-পয়সা লেনদেন করার সময় সবাইকে সচেতন হতে বলছি।

[৭] চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, যেখানে মানুষের জনসমাগম হয় বা মুভমেন্ট বেড়ে যায়, সেসব ক্ষেত্রে চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞানপার্টি, মলমপার্টি বা অপরাধ চক্র অপরাধ করার চেষ্টা চালায়। এসব অপরাধীদের ধরতে আমাদের অভিযান চলছে। অভিযানে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। অপরাধীদের হুঁশিয়ার করে দিতে চাই, যারা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবে বা যারা অপরাধে সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

[৮] র‌্যাব ডিজি বলেন, আমরা নিরাপত্তার জন্য বিভিন্ন যানবাহন তল্লাশি করছি। যাতে ঢাকামুখী পশু পরিবহনে চাঁদাবাজি কেউ করতে না পারে। চাঁদাবাজির বিরুদ্ধে যেখানেই আমরা তথ্য পাচ্ছি সেখানেই আমরা দ্রুত সময়ে ব্যবস্থা নিচ্ছি।

[৯] র‌্যাব ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, অনলাইনে এবার পশু কেনাবেচা হচ্ছে। আমরা ভার্চুয়াল জগতে পেট্রোলিং করছি। সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় এজন্য আমাদের কার্যক্রম চলছে। এরপরও কেউ যদি প্রতারিত হন, আমাদের জানান। সহায়তা নিন।

[১০] ঈদের মাঠে, ঈদের আগে কোনও রকম দাঙা-হাঙামা বা খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয়, এজন্য ভ্রাতৃত্বের বন্ধন যেন আমরা অটুট থাকি।

[১১] যেকোনো ধরনের পরামর্শ ও সহযোগিতার জন্য র‌্যাব হটলাইন নাম্বার চালু করেছে। সেগুলো হলো- ০২৫৫৬৬৯৯৯৯ ও ০১৭৭৭৭২০০২৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়