শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৩:৩৩ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিফুল হাসান: বাংলাদেশে ডেসটিনি বা ইভ্যালির মতো প্রতিষ্ঠান কেন গড়ে ওঠে জানেন?

শরিফুল হাসান: প্রথম আলোর খবর বলছে, ইভ্যালির কার্যালয় বন্ধ, হটলাইনেও সাড়া মিলছে না। পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বকেয়া টাকার জন্য ইভ্যালির কার্যালয়ে ভিড় করছে। পণ্য ও অর্থ ফেরত না পাওয়া গ্রাহকেরাও রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির কার্যালয়ে ভিড় শুরু করেছেন। তবে ইভ্যালির কার্যালয়টি বন্ধ রয়েছে। হটলাইন নম্বরেও ফোন করে কাউকে পাওয়া যাচ্ছে না। ঘটনার সত্য-মিথ্যা ধীরে ধীরে বোঝা যাবে। আমি সেদিকে যাচ্ছি না। আমি বরং জানতে চাইছি, ইভ্যালিকে এই জায়গায় আনার পেছনে প্রথম আলো কিংবা এই দেশের অধিকাংশ গণমাধ্যম বা নীতি নির্ধারকরা কী তাদের দায় এড়াতে পারবে? এই প্রথম আলোর হোমপেইজই কিছুদিন আগে ইভ্যালির বিজ্ঞাপনে পূর্ণ ছিলো। তাও সেই সময়ে এই বিজ্ঞাপন নেওয়া হয়েছে যখন প্রথম আলোতে ইভ্যালির বিরুদ্ধে একটা লিড নিউজ হয়ে গেছে। আমি জানি পত্রিকাগুলোর বিজ্ঞাপন সংকট আছে। এই বিজ্ঞাপন যদি নিউজ করার আগে হতো আমি মেনে নিতাম। কিন্তু নানান অনিয়ম নিয়ে যখন নিউজ করা হয়ে গেছে তখন বিজ্ঞাপন নেওয়াটা বেআইনি না হলেও অনৈতিক। আমার প্রিয় প্রথম আলো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের নিউজ করবে, আবার সেই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নিয়ে হোমপেজ ভরিয়ে রাখবে এটা আমার ভালো লাগেনি। আর শুধু প্রথম আলো বলছি কেন, এই দেশের প্রায় অধিকাংশ গণমাধ্যম এই কাজ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী করে এমন প্রতারক প্রতিষ্ঠানের স্পন্সর নেয়। এই যে সবাইকে ব্যবহার করে তাক লাগিয়ে দেওয়া আর আইনের দুর্বলতা সেগুলোই কিন্তু সাধারণ মানুষের প্রতারণার সুযোগ বাড়িয়ে দেয়। তবে ধন্যবাদ সেই সব প্রতিষ্ঠানকে যারা ইভ্যালির সঙ্গে একে একে সম্পর্ক ছিন্ন করেছে। বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ। এসব উদ্যোগ না নিলে আরও বহু লোকে ক্ষতিতে পড়তো। তবে সরকারি দপ্তরের আরও আগে থেকেই এই উদ্যোগ দরকার ছিলো। বিশেষ করে নিয়মহীনভাবে কোনো প্রতিষ্ঠান যেন এভাবে মানুষকে ঠকাতে না পারে সে ব্যাপারে উদ্যোগ থাকতেই হবে। আর এই দেশের জনগণের কথা কী বলবো?

মূল্যবোধের এই অবক্ষয় তো সবখানে। গত বছরের ২০ আগস্ট ইভ্যালিকে নিয়ে লিখেছিলাম, বাংলাদেশে ডেসটিনি বা ইভ্যালির মতো প্রতিষ্ঠান কেন গড়ে ওঠে জানেন? কারণ এদেশের একদল লোক যারা মুহূর্তেই বড় লোক হওয়ার স্বপ্ন দেখেন। আসলে সংকটটা অর্থনৈতিক নয়, মূল্যবোধের। সৎভাবে পরিশ্রম করে, সৎভাবে ব্যবসা করে, সততার সঙ্গে চাকরি করে, কিংবা যেকোনো ধরনের কষ্ট করার বদলে অনেকেই আমরা সহজ রাস্তা খুঁজি। শেয়ারবাজারে গিয়ে এখানে একদিনেই বড়লোক হওয়ার স্বপ্ন দেখে লোকজন। সমস্যাটা আসলে ইভ্যালি বা ডেসটিনির নয়। সমস্যা আমাদের লোভের। এই লোভ যতোদিন থাকবে ততোদিন এভাবেই নামে বেনামে প্রতিষ্ঠান গড়ে উঠবে।

সেদিন আরও লিখেছিলাম, আমি কোনোদিন ইভ্যালির অফারে পা দিইনি। কখনো ডেসটিনি আমাকে টানেনি। কখনো আমার হুট করে বড়লোক হতে ইচ্ছে করেনি। আমাকে আপনাদের বইয়ের মানুষ মনে হতে পারে, মনে হতে পারে লোকটা কেন এতো নীতিকথা বলে? বলি কারণ আমি দেখি আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট এই মূল্যবোধের অবক্ষয়। হ্যাঁ, জীবন চলার জন্য খাবার কিনতে হয়, বাসাভাড়া বা সন্তানকে পড়াতে হয়। এজন্য টাকা লাগে। কিন্তু অবশ্যই সেটা সৎপথে হতে হবে এবং চাহিদা থাকা উচিত সীমিত। আমি আমার জীবন চলার পথে তিনটা জিনিস মনে রেখেছি। মানবিক, সৎ ও সাধারণ জীবনযাপন। আপনাদেরও তাই বলি। আমি সবসময় মনে রাখি, সবসময় মানবিক থাকতে হবে, সাধারণ জীবনযাপন করতে হবে, সৎপথে চলতে হবে। সৎ মানে প্রতিদিনের সৎ। আমৃত্যু সৎ। এই কথাগুলো মানলে দেখবেন এই গোটা পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর তখন বেঁচেও আনন্দ পাবেন। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে বিবেকবোধ দিক। সবাই ভালো থাকুন। সৎপথে থাকুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়